চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা ২০২২ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করে চলেছে। সেই মতে রাজ্যের অর্থ দপ্তরে তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই আপনারা যারা সরকারি চাকরির অপেক্ষায় বসে রয়েছেন, তাদের জন্য এটি একটি ভালো সুখবর। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর ডাব্লু WBPSC তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। তাই আপনারা যদি এখানে আবেদন করতে চান তো অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদনটি করতে পারবেন। এই আবেদনে কি কি নিয়ম রয়েছে, কারা কারা আবেদনটি করতে পারবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কোন কোন শূন্য পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবে তার বিস্তারিত তথ্য গুলি নিচে দেয়া হলো।
● বিজ্ঞপ্তি নাম্বার: 13/2022
● বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
রাজ্যের অর্থ দপ্তরে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 03/12/2022 তারিখ।
● আবেদনের মাধ্যম:
এই আবেদনটি সম্পূর্ণ Online মাধ্যমে সম্পূর্ণ করতে হবে । তার জন্য আপনাদের wbpsc official website যেতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের লিংকটি আমরা পোস্টের নিচে দিয়ে দিলাম।
● বিভিন্ন পদের নাম:
রাজ্যের অর্থ দপ্তরে Audit and Account Service পদে এই নিয়োগটি করা হবে ।
● মাসিক বেতন:
এখানে পেলেবেল 16 অনুযায়ি আপনাদের বেতন দেওয়া হবে প্রতিমাসে 56,100 টাকা থেকে 1,44,300 পর্যন্ত।
● বয়সসীমা:
রাজ্যের অর্থ দপ্তরে Audit and Account Service পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে।
● শিক্ষাগত যোগ্যতা:
এই পদ গুলিতে আবেদন করতে হলে আপনাকে Commerce শাখায় Graduation কম্পিলিট করে থাকতে হবে অথবা Institute of Cost Accountants of India এর মেম্বার হিসেবে নিযুক্ত থাকতে হবে অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনোলজিক্যাল এডুকেশন থেকে দুই বছরের আইন্যান্স এর উপর MBA পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
● শূন্য পদ:
এখানে সব মিলিয়ে মোট শূন্যবাদ রয়েছে ২৫ টি। যার মধ্যে ফ্রেশ ভেকেন্সি ২৩ টি এবং ব্যাক লক ভ্যাকান্সি ২ টি।
● আবেদন করার প্রক্রিয়া:
পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের পাবলিক সার্ভিস কমিশন এই চাকরির আবেদন করতে পারবেন অনলাইন এর মাধ্যমে।
১. এর জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রথমে WBPSC ওয়েবসাইট থেকে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
২. রেজিস্ট্রেশন করার পর আবেদন কারীকে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করলেই তার সামনে অনলাইনে ফর্মটি খুলে যাবে।
৩. পরবর্তীতে ফর্মটি ভালো করে ফিলাপ করার মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ হবে।
● আবেদন ফি:
অনলাইনে আবেদন করার জন্য General আবেদনকারীকে ২১০ টাকা দিতে হবে। তবে SC ST এবং PWD শ্রেণির আবেদনকারীদের কোন রকম আবেদন ফি লাগবেনা।
● আবেদনের শেষ তারিখ:
এই আবেদনটি শুরু হয়েছে ১৪ই ডিসেম্বর ২০২২ তারিখে। আবেদন প্রক্রিয়া চলবে ৪ই জানুয়ারি ২০২৩ পর্যন্ত।