বিপুল শূন্যপদে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মী নিয়োগ | Group-C Recruitment 2022

 

দীর্ঘ দুই থেকে তিন বছর এই করোনার প্রাক্কালে তথা কভিড 19 এর প্রাক্কালে মানুষের শিরদাঁড়া বা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই মেরুদন্ড ভেঙ্গে যাওয়ার পাশাপাশি মানুষের অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশের উপর প্রভাব ফেলেছে তা আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। আজ আমরা বাজারে গেলে অবশ্যই ভালভাবেই বুঝতে পারছি জিনিসপত্রের দাম যা বৃদ্ধি পেয়েছে তাতে করে মানুষের অর্থনৈতিক অবস্থার ওপর কতটা প্রভাব পড়েছে। এর সাথে সাথে মানুষের জন জীবনেও প্রভাব ফেলেছে অল্পবিস্তর। যেমন আজ আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এমন কোন বাড়ি দেখতে পাইনা যেখানে একবা দুটো যুবক-যুবতী বেকার বসে নেই। অর্থাৎ এই বেকারত্বের জ্বালা আজ ভারতবর্ষের এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে কোনো ভারতবাসী এর থেকে বঞ্চিত হতে পারেনি। এবং এই সমস্ত ভারতবাসী বেকারত্বের জ্বালা সইতে সইতে এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখান থেকে তারা ইচ্ছে করলেও বেরিয়ে আসতে পারে না।

কথায় আছে “ইচ্ছে থাকলেই উপায় হয়”।  কিন্তু সেই ইচ্ছে মানুষের থেকেও আজ উপায় হচ্ছে না। কেউ কি চাই যে সে নিজে বেকার হয়ে বসে থাকে? তার পরিবারকে কষ্ট দিতে? কেউ কি চায় তার পকেট টাকে খালি করে রাখতে? কেউ কি চায় তার নিজস্ব ব্যাংক একাউন্টের ব্যালেন্স  শূন্য পড়ে থাকতে দেখতে? এর উত্তর গুলো সবগুলোই না, কেউই তা চায় না।

সুতরাং এর জন্য সব থেকে বড় যে জিনিসটি এখন প্রয়োজন সেটি হল বর্তমান বাজারের সাথে মোকাবিলা করার জন্য একটা চাকরি। আর এই দুর্মূল্যের বাজারে যেন এটাই হয়ে দাঁড়িয়েছে এক মারাত্মক কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপার থেকে মুক্তি লাভের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার তথা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী এক বিভাগ থেকে প্রচুর পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। যার মাধ্যমে উপকৃত হতে পারবে আমাদের ভারতবর্ষের হাজার হাজার বেকার যুবক-যুবতী। যারা ফিরে পাবে তাদের নিত্যদিনের নিত্যনতুন আশা ভরা জীবন। যারা নিজেদের জীবনটাকে রঙিন আলোর সাথে তাল মিলিয়ে   দীপাবলীর রঙিন আলোয় রাঙ্গিয়ে তুলবে।

কোন বিভাগ এর পক্ষ থেকে এই শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে? এবং কোন কোন পদে শূন্য পদ রয়েছে? এবং এই পদগুলির ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীর কিরূপ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে? এবং এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর কিরূপ বয়সসীমা থাকার প্রয়োজন? এছাড়াও এই সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী কিভাবে আবেদন প্রক্রিয়াকরণ সম্পন্ন করবেন? আর এখানে আবেদন করলে আবেদনকারীকে কিভাবে এই পদের জন্য নিয়োগ করা হবে? এই সমস্ত বিষয়ে খুটিনাটি জানার জন্য এ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

শূন্য পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

1.Junior Technician (Technical):-

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Offset Printing, Plate making অথবা Electroplating এ ITI কোর্স Complete করে থাকতে হবে। অথবা কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো পলিটেকনিক কলেজ থেকে পলিটেকনিক করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

2.Junior Technician (Control):-

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Offset Printing, Plate making অথবা Electroplating এ ITI কোর্স Complete করে থাকতে হবে। অথবা কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো পলিটেকনিক কলেজ থেকে পলিটেকনিক Complete করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

3.Junior Technician ( Tech Support Design)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engraver অথবা Plate making এ ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

4.Junior Technician (Machine Shop)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত Fitter Trade প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

5.Junior Technician ( Electrical)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত Electrical Trade প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

6.Junior Technician (Electronics)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত Electronic Trade প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

7.Junior Technician (Store)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত Fitter Trade প্রতিষ্ঠান থেকে ITI কোর্স  করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

8.Junior Technician (CSD)- 

শিক্ষাগত যোগ্যতা:-

 এখানে আবেদন করার জন্য আবেদনকারীরকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত Fitter Trade প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে নিয়মানুযায়ী SC,ST এবং PWDরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:-

আপনি যদি উপরোক্ত পদগুলির জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আপনাকে আবেদন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হল-

প্রথমেই আপনাকে এই অফিশিয়াল যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে নিতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর আপনাকে অফিশিয়াল নোটিফিকেশন এ যে অফিশিয়াল ওয়েবসাইটের এড্রেস দেওয়া আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি বৈধ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে লগইন করতে পারবেন সেখানে লগইন করার পর আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টি আপনার সমস্ত নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে। সমস্ত নির্ভুল তথ্য দিয়ে পূরণ করার পর আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি ওখানে আপলোড করতে হবে। পাসপোর্ট সাঈদ ছবিটি আপলোড করার পর আপনার কাছে একটি সিগনেচার আপলোড এর অপশন আসবে। সেখানে আপনার নিজস্ব সিগনেচার টি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তা আপলোড করার পর আপনাকে আপনার বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সেগুলি কে আপলোড করা হলেই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি:-

আপনি যদি উপরোক্ত পদগুলির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনরূপ লিখিত পরীক্ষা নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে উপরোক্ত পদগুলির জন্য নিযুক্ত করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-

উপরোক্ত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং আপনি যদি এই পদগুলির জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আগামী 8 ই  নভেম্বর 2022 তারিখের আগে পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে 8 নভেম্বর 2022 তারিখের আগেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE

Leave a comment