বাংলা সাহিত্যো সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা সাহিত্যো  সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল ?

উঃ রাসবিহারী বসু।

2. বিখ্যাত উপন্যাস ‘পালামৌ’ কার রচনা?

উঃ সঞ্জীব চট্টোপাধ্যায়।

3. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন?

উঃ হরিশচন্দ্র।

4. বাঙালি কার্টুন চরিত্র ‘নন্টে ফন্টে’ রচয়িতা কে ?

উঃ নারায়ন দেবনাথ।

5. দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

উঃ নীল চাষী।

6. কে ‘স্পিরিট অফ ইসলাম’ লিখেছিলেন?

 উঃ থিওডোর বেক।

7. 2018 সালের সাহিত্য পুলিতজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক?

উঃ এন্ড্রেউ সিন গ্ৰিয়ার।

8. 54 তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক?

 উঃ অমিতাভ ঘোষ।

9. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?

 উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

10. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?

উঃ মাদারটেরেজা ।

11. বিখ্যাত অংকন বা ছবি ‘সত্যম্ শিবম্ সুন্দরম্’ তৈরি করেছেন –

উঃ সিভনন্দন নাতিয়াল।

12. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?

উঃ মাইকেল মধুসূদন দত্ত।

13.  ‘The future of India’ কার লেখা?

উঃ বিমল জালান।

14. “ A Century is not enough” বইটির রচয়িতা-

উঃ সৌরভ গাঙ্গুলী।

15. ‘মাই লাইফ’ কার আত্মজীবনী ?

উঃ বীর ক্লিনটন।

Leave a comment