যে সমস্ত চাকরিপ্রার্থী ২০২২ পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো পড়লে আপনারা সরাসরি আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমাদের ওয়েবসাইটের নিয়মিত আপলোড করা হবে। আপনারা নিয়মিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
1. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ বইয়ের ছবিগুলি এঁকেছিল—
উঃ নন্দলাল বসু।
2. পাখি সব করে রব রাতি পোহাইল। কাননে কুসুম কলি সকলি ফুটিল।।’— পঙ্ওিটি লিখেছিলেন—
উঃ মদনমোহন তর্কালঙ্কার ।
3. গালিভারস ট্রাভেল্স’ উপন্যাসটি লিখে অমর হয়েছেন –
উঃ জনাথান সুইফট।
4. একটি ‘স্বরলোপ’-এর উদাহরণ হল ?
উঃ জানালা।
5. সত্যজিৎ রায়-এর ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমাটির মূল কাহিনিকার হল
উঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
6. দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহৃত হয়, সেটি হল—
উঃ বিশ্ময়সূচক চিহ্ন (!)
7. অক্ষর পরিচয়ের বইতে গোপাল-রাখালের গল্প লেখেন কে ?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
8. কোনটি শিশুদের পত্রিকা?
উঃ শুকতারা।
9. চ, ছ, জ, ঝ—এগুলিকে বলা হয়—
উঃ ঘৃষ্টধ্বনি।
10. একটি ‘তৎসম’ শব্দের উদাহরণ?
উঃ প্রভাত।
11. একটি ‘দেশি’ শব্দের উদাহরণ?
উঃ মুড়ি।
12. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বইয়ের নাম হল
উঃ চাঁদের পাহাড়।
13. বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হল
উঃ কারক।
14. একটি নবীন গোয়েন্দা চরিত্রে নাম হল –
উঃ ব্যোমকেশ বকশি্।
15. টেনিদা চরিত্রের স্রষ্টা কে ?
উঃ নারায়ন গঙ্গোপাধ্যায়।