প্রাইমারি টেটের পরিবেশের কমনযোগ্য সাজেশন, পড়লেই পাস। WB Primary tet Preparation.

 ১. মশা ম্যালেরিয়ার বাহক’ – এই তত্ত্বটি রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে আবিষ্কার করেন?

উঃ কলকাতা।


২. এমন একটি গাছের নাম বল যা বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় ?

উঃ জ্যাট্রোফা ।


৩. ‘Dust Bwol’ কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?

উঃ মৃওিকা ক্ষয় ।


৪. মিথেন গ্যাসের উৎস হল – 

উঃ ধান ক্ষেত পচা জলাভূমি ও গবাদি পশু।


৫. ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন ?

উঃ ভূটান।





৬. বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কী ?

উঃ ঘোড়ামারা দ্বীপ।


৭. একটি পর্ণমোচী বৃক্ষের নাম বলো ?

উঃ শাল।


৮. The Great Migration কোন কোন অরণ্যের মধ্যে ঘটে ?

উঃ মাসাইমারা ও সেরেংগেটি।


৯. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি ?

উঃ মেছো বিড়াল।


১০. আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটরগাড়ি বিকল্প জ্বালানি রূপে ব্যবহৃত হয়?

উঃ ব্রাজিল।


১১. আরাবাড়ি কোন ঘটনার জন্য বিখ্যাত?

উঃ  যৌথ বনরক্ষা ব্যাবস্থা।


১২. নিষ্ক্রিয় ধূমপানের ফলে কোন রোগটি হয় ?

উঃ COPD


১৩. কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়?

উঃ রোটেনন।


১৪. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?

উঃ কেসিন।


১৫. ভারতবর্ষের কোন শহরে সর্বপ্রথম ভূ-তাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছে?

উঃ সুরাট।


১৬. সুন্দরবন কত খ্রিস্টাব্দে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?

উঃ 1987 .


১৭. ত্বকের ক্যান্সারের জন্য দায়ী কোনটি?

উঃ আলট্রা ভায়োলেট রশ্মি।


১৮. বাসক পাতা নির্যাস কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় ?

উঃ সর্দি ও কাশি।

১৯. শুয়োপোকা হল একটি –

উঃ পতঙ্গের লার্ভা দশা।


২০. পূর্ব ভারতের জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হল –

উঃ বিদ্যাধরী।

Leave a comment