1. জেট প্লেন থেকে নির্গত ধোঁয়ায় উপস্থিত এরোসল প্রকৃতির প্রধান দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল –
উঃ ফ্লুরোকার্বন।
2. DDT প্রয়োগের ফলে দূষিত হয় –
উঃ বায়ু , জল ও মাটি।
3. বায়ুতে CO2-এর শতকরা পরিমাণ
উঃ 0.036
4. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন কোন গ্যাস পরিবেশ দূষণ ঘটায় ?
উঃ SO2
5. ওজোন স্তরের ধ্বংসের কারণ হলো ?
উঃ ক্লোরোফ্লুরোকার্বন।
6. গাড়ির ধোঁয়াশা প্রাপ্ত ধাতব দূষক পদার্থ হল –
উঃ pb
7. কোন্টি অক্সিজেনের থেকেও দ্রুত রক্তের মধ্যে দ্রবীভূত হয়?
উঃ CO
8. লেড হল –
উঃ মৃত্তিকা দূষক।
9. UV রশ্মিকে প্রতিহত করে কোন গ্যাস ?
উঃ O3
10. শব্দ দূষণের নিম্নমাত্রা কত ?
উঃ 80 dB
11. BOD হল –
উঃ Biological Oxygen Demand
12. ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন দেশ ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
13. ত্বকে ক্যানসার ও মিউটেশনের প্রধান কারণ –
উঃ ওজোন স্তর ধ্বংস।
14. জন্ডিস রোগ হয় কি কারনে ?
উঃ জল দূষণ।
15. ওজন হল সর্বাপেক্ষা বেশি কোন দেশে ?
উঃ আন্টার্কটিকা।
16. কোন রঞ্জক পদার্থ উদ্ভিদ কে UV রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে ?
উঃ ক্যারোটিনয়েড ।
17. ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় ?
উঃ ইটাই – ইটাই।
18. আলোক রাসায়নিক ধোঁয়াশার কারণ কি ?
উঃ বায়ুদূষণ।
19. DDT হল –
উঃ নন বায়োডিগ্ৰেডেবল দূষক ।
20. Secondary Pollutant হল –
উঃ PAN.
21. ‘ Green House Effect ’ এর জন্য দায়ী কোন আলোকরশ্মি?
উঃ ইনফ্রায়েড রশ্মি।
22. কোন রশ্মির কুভাব থেকে সুরক্ষা দেয় মেলানিন?
উঃ UV – রশ্মি।
23. DDT হল –
উঃ অরগ্যানোক্লোরিন ।
24. কোন কীটনাশকটি আগাছানাশক রূপে ব্যবহৃত হয় ?
উঃ 2,4-D
25. অম্লবৃষ্টিতে pH এর মাত্রা হয় –
উঃ 5.6 এর কম।
26. ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল –
উঃ 1984 সালে।
27. ‘Environment Protection Act ’ প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দ ?
উঃ 1986 সালে।
28. একটি Mutagenic Pollutant হল –
উঃ হাইড্রোকার্বন।
29. Non Biodegradable Pollutant হল –
উঃ DDT .
30. সূর্যলোকের UV – রশ্মি উৎপন্ন করে?
উঃ ওজোন স্তর।