1. জলজ ব্লুম সৃষ্টিকারী উদ্ভিদ হল –
উঃ নীলাভ সবুজ শৈবাল।
2. হাসপাতালে জীবাণুমুক্ত করতে ব্যাবহৃত হয়
উঃ UV- রশ্মি।
3. গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকরী হয়–
উঃ 1985 খ্রিস্টাব্দে।
4. পৃথিবীর সবচেয়ে সমস্যাজনক জলজ আগাছা হল –
উঃ Eichhornia.
5. কোন দূষণের ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় –
উঃ তেজস্ক্রিয়তা।
6. একটি পুনর্নবীকরণ প্রাকৃতিক সম্পদের নাম হল –
উঃ বনসম্পদ।
7. ওজোন স্তরের অবস্থান হল –
উঃ স্ট্যাটোসস্ফিয়ারে
8. DO এবং BOD হল –
উঃ পরস্পরের ব্যাস্তানুপাতিক।
9. ইউট্রোফিকেশানের প্রধান কারণ হল –
উঃ জলজ পুষ্টি্র বিকাশ।
10. বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর বর্তমান সেটা হল –
উঃ স্ট্যাটোসস্ফিয়ার
11. সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় –
উঃ 1973 খ্রিস্টাব্দে।
12. চিপকো আন্দোলনের সক্রিওতা লক্ষ করা যায় –
উঃ 1974 খ্রিস্টাব্দে।
13. চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন –
উঃ সুন্দরলাল বহুগুনা।
14. London Smog – এর জন্য দায়ী গ্যাস কোনটি?
উঃ – SO2
15. ক্লোরোফ্লুরো কার্বন এর একটি উৎস হল –
উঃ জেট প্লেন।
16. আলোক রাসায়নিক ধোঁয়াতে সবসময় থাকে –
উঃ ওজোন।
17. একটি জলবাহিত রোগের নাম হল –
উঃ কলেরা।
18. ওজন দিবস হল –
উঃ 16 September.
19. পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা হল –
উঃ 15° C
20. কোন উদ্ভিদ তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করতে পারে –
উঃ Ginkgo and Pinus