পুরস্কার ও সম্মান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর | যেগুলি আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ| Important GK

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে পুরস্কার ও সম্মান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. কোন পুরস্কারটি নোবেল পুরস্কার এর সমতুল্য হিসেবে পরিচিত? 

উঃ রাইট লাইভলিহুড পুরস্কার। 

2. ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি ? 

উঃ পরমবীর চক্র। 

3. অর্জুন পুরস্কার কত সালে চালু হয়  ? 

উঃ ১৯৬১ সালে। 

4. কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ?

উঃ ১৯৫৪ সালে। 

5. অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি ?

উঃ জ্যানেট গায়নার।

6. কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয় ? 

উঃ চামেলি দেবী জৈন পুরস্কার। 

7. কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়ে ও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেয়া হয়? 

উঃ অশোক চক্র। 

8. দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে সাথে ? 

উঃ খেলাধূলার কোচ। 

9. কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সামনে রমন ম্যাগসাইসাই পুরস্কার দেওয়া হয় ? 

উঃ ফিলিপিন্স। 

10. সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন ?

উঃ রেনে সুলি প্রুদুমে।

11. কোন ব্যক্তি অ-ভারতীয় হিসেবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘ভারতরত্ন’ পুরস্কার  পেয়েছেন ? 

উঃ নেলসন মেন্ডেলা। 

12. বিজ্ঞান কে জনপ্রিয় করার জন্য কোন সংস্থা ‘কলিঙ্গ পুরস্কার’ প্রদান করে? 

উঃ UNESCO. 

13. কোন পুরস্কারটি প্রতিবছর কেবল মাত্র একজনকে দেওয়া হয় ? 

উঃ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 

14. কোন অভিনেত্রী ২০২০ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন? 

উঃ কঙ্গনা রানাওত।

15. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ী নাম কি ? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

Leave a comment