দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে কোনো বড় নিয়োগ হয় নি, করোনা কালে বন্দ ছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া, ফলে সমস্ত দপ্তরে হাজার হাজার কর্মীর প্রয়োজন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখযমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট বড় ঘোষণা করলেন, যেখানে বলা হলো ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে রাজ্যের সমস্ত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের মনে এই ঘোষণাটির পরে হাসি ফুটে গিয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে এই নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম শুরু করে দিয়েছে। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবার সরকারি চাকরি পাবেন। এত বড় নিয়োগ দীর্ঘ কয়েক বছরের পশ্চিমবঙ্গে হয়নি বলে জানা গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও অপেক্ষার অবসান ঘটিয়া অবশেষে সমস্ত দপ্তরের নিয়োগ হতে যাচ্ছে একসঙ্গে। এই ঘোষণাটি দেখে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা খুশিতে আত্মহারা।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বিভিন্ন দপ্তরে ছাড়পত্র দেওয়া হয়েছে নিয়োগের জন্য কিন্তু সে সমস্ত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় ক্ষুদ্র হয়েছেন তিনি এবং খুব দ্রুতই সেই সমস্ত দপ্তরে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু করে দিতে বলেছেন। সেই অনুযায়ী রাজ্যে বিভিন্ন দপ্তরে একের পর এক গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে আরও বিভিন্ন পদে ১ লক্ষ ২৫ কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা: এখানে সমস্ত যোগ্যতাতে এই কর্মী নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি সহ আরো বিভিন্ন যোগ্যতায় প্রচুর কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন দপ্তরে কতজন কর্মী নিয়োগ করা হবে: এখানে বিভিন্ন দপ্তরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যেমন- প্রথমেই আসা যাক শিক্ষক নিয়োগের কথায় যেখানে নতুন করে প্রাইমারিতে ১১ হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং আপার প্রাইমারিতে আবারো নতুন করে ১৪ হাজার ৫০০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
এর সঙ্গে জানানো হয়েছে ICDS অঙ্গনওয়াড়ি পদে ৯৪০০ জন কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে।
রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে 12000 শূন্য পদে। রাজ্য পুলিশে ২০ হাজার শুন্য পদে নিয়োগ করা হবে। এছাড়াও রাজ্যের ৭০০০ স্টাফ নার্স ও ২০০০ চিকিৎসক নিয়োগ করা হবে। সব মিলিয়ে রাজ্যের সমস্ত দপ্তরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।
রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে আসছে এবার সেই সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে রাজ্যে একসঙ্গে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে স্বচ্ছ ভাবে নিয়ম মেনে এবং কোনরকম অনিয়ম ছাড়াই এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে এবং কোন দুর্নীতি হবে না এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE