পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের 6092 শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ | WBHRB Group-C Recruitment 2022

 আপনি যদি  নার্স হতে চান এবং নার্স হওয়া যদি আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনার জন্য একটি বড় সুখবর। আপনাকে সুখবরটি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এ তরফ থেকে। WBHRB এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে GNM এবং বিভিন্ন B.SC নার্সিং বিভাগে 6092 পদে প্রচুর নিয়োগ করা হবে । তাই আপনি যদি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যেকোনো জেলার স্থায়ি বাসিন্দা হয়ে থাকেন তাহলেই নারী পুরুষ উভয় নির্বিশেষে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া, ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী কিছুদিন পর্যন্ত। এই নার্সিং নিয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয় হলো এই আবেদনটি নারী এবং পুরুষ উভয়ই করতে পারবেন। অর্থাৎ উভয় প্রার্থীদের জন্যই আলাদা আলাদা পদ খালি রয়েছে। তাই আপনি যদি পুরুষপ্রার্থী হয়ে থাকেন এবং নার্স হওয়া আপনার স্বপ্ন থেকে থাকে তাহলেও আপনার সেই স্বপ্নটি বাস্তবে পরিণত হতে চলেছে, এই নিয়োগ মাধ্যমে । এই নিয়োগের আরেকটি ভালো দিন এখানে বেতন কাঠামো  খুব সুন্দর রয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক এই নার্সিং পদে কারা কারা আবেদনযোগ্য  এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন, আবেদন ফি কত লাগবে, আবেদন কবে থেকে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে বিস্তারিত জেনে নেওয়া যাক।

■ বিভিন্ন পদের সংখ্যা:-

পশ্চিমবঙ্গের WBHRB পক্ষ থেকে নিম্নলিখিত নার্সিং পদ গুলিতে নিয়োগ করা হবে

•Basic B.sc Nursing – 2303

•Post- B.Sc Nursing – 181

•GNM Female – 3183

•GNM Male – 425

 ■ শিক্ষাগত যোগ্যতা:-

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম GNM কোর্স অথবা বেসিক B.Sc নার্সিং কোর্স কমপ্লিট করে থাকতে হবে।

■ বয়স:-

এই নার্সিং চাকরি তে আবেদন করতে হলে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ইংরেজির ০১/০১ ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে SC ST প্রার্থীরা পাঁচ বছরের এবং OBC প্রার্থীরা তিন বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

■ আবেদন ফি:-

এখানে আবেদন করতে হলে জেনারেল প্রার্থীকে নূন্যতম ২১০ টাকা আবেদন ফ্রি দিতে হবে। অন্যদিকে SC ST এবং PWD পার্থীদের কোন আবেদন ফি লাগবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তারা আবেদনটি করতে পারবে।

■ কিভাবে আবেদন করবেন:-

এখানে আবেদনটি আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তার জন্য আপনাকে নিম্নলিখিত পন্থা গুলি অবলম্বন করতে হবে

● প্রথমে আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে WBHRB থেকে রিকুটমেন্ট নোটিফিকেশনটি টি ডাউনলোড করে ভালো করে পড়ুন।

● তারপর WBHRB সাইটে গিয়ে প্রথমে আপনাকে একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে হবে।

● পরবর্তীতে সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করে নিতে হবে অ্যাকাউন্টটি। অ্যাকাউন্টটি লগইন করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে।

● অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী আপনারা যত্ন সহকারে ফর্মটি পূরণ করবেন।

● পরবর্তীতে নির্দেশ মতো আপনাদের ডকুমেন্টগুলি ফটো সিগনেচার গুলি আপলোড দিতে হবে।

● সব শেষে ডকুমেন্ট গুলি আপলোড দেওয়ার পর আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন ফি দেওয়া হলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।

●সবশেষে আবেদনটির সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশন এর প্রিন্ট আউট কপি বের করে নিবেন।

 ■ পার্থি বাছাই প্রক্রিয়া:-

এখানে প্রার্থীকে কোন রকমের পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ একাডেমিক স্কোর, এক্সপেরিয়েন্স স্কোর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে।

■ বেতন:-

এখানে Paylevel 9 অনুযায়ী আপনাদের বেতন দেয়া হবে। যেখানে
 বেসিক পেয়ে ২৮ হাজার ৯০০ টাকা
 এইচআরএ ৩৪৬৮ টাকা
 মেডিকেল এলাউন্স 500 টাকা
 ডিএ ৮৬৭ টাকা
অর্থাৎ সবমিলিয়ে মোট ৩৩ হাজার ৭৩৫ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন আপনারা।

■ আবেদনের শেষ তারিখ:-

এই আবেদনটি ইংরেজি ৯ই ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে যার আবেদন প্রক্রিয়াটি চলবে আগামী ২৩ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW : CLICK HERE
OFFICIAL WEBSTE:CLICK HERE

Leave a comment