পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে প্রচুর শিক্ষক ও ক্লার্ক নিয়োগ | WB School Group-C, Group-D Recruitment

 সুখবর সুখবর সুখবর !! যে সকল প্রার্থীদের খুব ইচ্ছা স্কুলে চাকরি করার । আজকের খবরটি হতে চলেছে তাদের জন্য বিরাট বড় সুখবর। আজ সবথেকে আনন্দ সংবাদ হল স্কুলে চাকরি করার জন্য কোন রকম কম্পারেটিভ পরীক্ষাও দিতে হবে না। তাহলে এমন সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। রাজ্যের সরকারি স্কুলে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি অশিক্ষিত ও শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। যে সকল প্রার্থী চাকরি করতে ইচ্ছুক তারা প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন। 



পদের নাম :- 

* গেস্ট টিচার ( বাংলা , ইংরেজি, অংক , ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান , ইতিহাস , ভূগোল )

* গ্ৰুপ সি ।

* গ্ৰুপ ডি ।

গেস্ট টিচার :- গেস্ট টিচার পদে আবেদন করতে হলে প্রার্থীদের গ্ৰ্যাজুয়েট বা পোস্ট গ্ৰাজুয়েট টিচার হতে হবে । এবং বি.এড কোর্স কমপ্লিট করতে হবে। এছাড়া কোন রিটায়ার্ড প্রার্থী ও আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। 

গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি :- গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোন একটি পদে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এক্ষেত্রে বলে রাখি প্রার্থীদের ১ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে তাদের পারফরম্যান্স এর ভিত্তিতে পরে চাকরির মেয়াদকাল বাড়ানো হতে পারে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের বয়স হতে হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে।

 আবেদন প্রক্রিয়া :- এই পদ গুলির জন্য আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন যেতে হবে। এবং সাথে করে অবশ্যই সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

* বয়সের প্রমাণপত্র।

* শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

* আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।

* কম্পিউটার সার্টিফিকেট (কিছু পদের জন্য)

* কাস্ট সাটিফিকেট।

* রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

* অভিজ্ঞতা থেকে যদি থাকে।

ইন্টারভিউ এর ঠিকানা :- Vivekananda Conference Hall , Islampur , Sub – Divisional Office.

নিয়োগ স্থান :- পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা পর্ষদের তরফ থেকে উওর দিনাজপুর জেলার ইসলামপুর ও চোপড়া নামক দুটি ব্লকের অধীনে থাকা গভারমেন্ট মডেল স্কুল গুলিতে কর্মী নিয়োগ করা হবে।

 ইন্টারভিউ এর তারিখ :- ইসলামপুর ব্লকের অধীনে থাকা মডেল স্কুল গুলিতে ইন্টারভিউ হবে ০২/০৫/২০২৩ তারিখ এবং চোপড়া ব্লকের অধীনে থাকা মডেল স্কুল গুলিতে ইন্টারভিউ হবে ০৩/০৫/২০২৩ তারিখে । নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখে বেলা ১১ টার মধ্যে ইন্টারভিউ এর স্থানে পৌঁছে যেতে হবে। সাথে অবশ্যই সমস্ত আসল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। 

 আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। এবং রোজ নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment