আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি নুন্যতম মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি যদি একটি সরকারি চাকরির খোঁজ করে চলেছেন এবং আপনি যদি বেকারত্বের জ্বালা সইতে সইতে হাঁপিয়ে উঠেছেন তাহলে আজকে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। হ্যাঁ এটা সুখবর নয়তো আর কি এক্ষুনি রেলের তরফ থেকে এই মাত্র একটি বিজ্ঞপ্তি জারি করা হল যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তারা বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এখানে শূন্যপদ যেমন রয়েছে প্রচুর তেমনি এই প্রত্যেকটি পদের জন্য এখানে দেওয়া হবে উচ্চহারে বেতন। অর্থাৎ যে সমস্ত কর্মী এখানে কাজে নিযুক্ত হবেন তারা এখানে কাজ করার পরিবর্তে প্রতি মাসে বেশ মোটা একটা মাস মাহিনে পেতে পারবেন।
ভারতীয় রেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের অধীনে আপনি যদি এই পদগুলির জন্য আবেদন করতে চান সে ক্ষেত্রে এখানে কি কি শূন্য পদ রয়েছে? এবং এখানে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে? এবং এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা কত হতে হবে? এবং এখানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন? এবং আবেদন করার জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে? এবং এখানে আবেদন করলে যদি আপনি নিয়োগ হন সেক্ষেত্রে আপনার এখানে কত টাকা বেতন দেওয়া হবে? সমস্ত কিছু জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পদের নাম :-পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ভারতীয় রেলের অধীনে যে সমস্ত পদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে বলে তাঁরা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন সেই সমস্ত পদ গুলি হল-
(1) নার্সিং সুপারিনটেন্ডেন্ট (Nursing Superintendent)
(2) হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health And Malaria Inspector)
(3) ফার্মাসিস্ট (Pharmacist)
(4) রেডিওগ্রাফার (Radiographer)
(5) হেমোডায়ালিসিস টেকনিশিয়ান (Hemodialysis Technician)
(6) আপ্টোমেট্রিস (Optometrist)
(1) নার্সিং সুপারিনটেন্ডেন্ট (Nursing Superintendent):-
শিক্ষাগতযোগ্যতা:-
আপনি যদি এই নার্সিং সুপারেনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেকোনো একটি স্বীকৃত নার্সিং প্রতিষ্ঠান থেকে আপনাকে জিএনএম কোর্স করে থাকতে হবে অর্থাৎ আপনি যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স না করে থাকেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 7 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
(2) হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health And Malaria Inspector):-
শিক্ষাগতযোগ্যতা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে বিএসসি অর্থাৎ bachelor’s ডিগ্রী পাস করে থাকতে হবে এবং স্যানিটারি বিষয়ে আপনাকে এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 20 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
(3) ফার্মাসিস্ট (Pharmacist):-
শিক্ষাগতযোগ্যতা:-
আপনি যদি এই পদের অধীনে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ডের অধীনে থেকে সায়েন্স বিভাগের উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে দুই বছরের ফার্মাসিস্ট কোর্স করে থাকতে হবে
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 20 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 5 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
(4) রেডিওগ্রাফার (Radiographer):-
শিক্ষাগতযোগ্যতা :-
আপনি যদি এই পদের অধীনে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ডের অধীনে থেকে সায়েন্স বিভাগের উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে রেডিওলজি বিষয়ক একটি করবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 19 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 5 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
(5) হেমোডায়ালিসিস টেকনিশিয়ান (Hemodialysis Technician):-
শিক্ষাগতযোগ্যতা:-
আপনি যদি এই পদের অধীনে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেকোন বিকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং সাথে হোমো ডায়ালাইসিস বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
(6) আপ্টোমেট্রিস (Optometrist):-
শিক্ষাগত যোগ্যতা :-
আপনি যদি এক্ষেত্রে এই পদটির জন্য চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই পদের জন্য আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অপ্তমেট্রি বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে
বয়স সীমা:-
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে
বেতন পরিকাঠামো:-
আপনি যদি এই পদের জন্য নিয়োগকৃত বলে ঘোষিত হন সেক্ষেত্রে আপনাকে পে-স্কেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:-
এখানে আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলির জন্য নিয়োগ করা হবে এখানে কোন লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট নেওয়া হবে না
ইন্টারভিউ এর তারিখ ও সময়:-
প্রথম এবং দ্বিতীয় পোস্টগুলির জন্য ইন্টারভিউ নেওয়া হবে 17/10 /2022 তারিখে।
বাকি পোস্টগুলির জন্য ইন্টারভিউ নেওয়া হবে 20/10/2022 তারিখে।
ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10 টা থেকে।
ইন্টারভিউ এর স্থান: Club Sealdah, Sagar, Eastern Railway, Sealdah, Kolkata.
এখানে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে ইন্টারভিউয়ের দিন ওই সময় এবং ওই তারিখে গিয়ে ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার সমস্ত অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে।