পশ্চিমবঙ্গের মিউজিয়ামে প্রচুর কর্মী নিয়োগ | WB Govt Job Recruitment

 চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রতীক্ষায় বসে রয়েছেন তাদের জন্য রাজ্যের সায়েন্স মিউজিয়ামের পক্ষ থেকে প্রচুর শূন্যবাদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগের সবথেকে গুরুত্বপূর্ণ একটি হল এই যে এখানে বিনা পরীক্ষায় আপনাদের নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই সাইন্স মিউজিয়াম নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না অর্থাৎ কোন রকমের লিখিত পরীক্ষার ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। তাই বন্ধুরা আপনি যদি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে না চান তাহলে শীঘ্রতি শীঘ্রই আমাদের এই প্রতিবেদন উল্লেখিত পদ্ধতি অনুযায়ী আবেদনটির সম্পূর্ণ করুন। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই নারী-পুরুষ সকলেই এ পদের জন্য আবেদন যোগ্য। এই পদে আবেদন করার জন্য প্রাথমিক শর্ত হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। তাই আর দেরি না করে আসুন বন্ধুরা এই চাকরির সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য গুলি জেনে নেওয়া যাক।

✓নিয়োগ কারী:

ভারত সরকারের Ministry of Culture এর অধীনে থাকা কলকাতার National Council of Science Museums (NCSM) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সায়েন্স মিউজিয়াম গুলিতে group- C  সহ অন্য আরেকটি পদ মিলিয়ে মোট 2 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।

✓আবেদন পদ্ধতি:

এখানে আবেদন আপনাকে অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। যার জন্য প্রথমে আপনাকে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/notice/career ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ওপেনের করে সেখানে আপনাকে প্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগইন করলেই আপনাদের সামনে অনলাইনে আবেদনের ফরমটি ওপেন হয়ে যাবে। আবেদনের ফরমটি এর পরবর্তীতে আবেদনের ফরমটি ভালোভাবে নির্দেশ অনুযায়ী তথ্য দিয়ে পূরণ করবেন। এর পরবর্তীতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যথা- মাধ্যমিকের এডমিট কার্ড এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট, সার্টিফিকেট, ফটো- সিগনেচার স্ক্যানের মাধ্যমে আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পরবর্তীতে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফ্রি জমা করবেন অনলাইন অথবা ব্যাংকে চালানোর মাধ্যমে। এভাবেই আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন গিয়ে বিস্তারিত দেখতে পারেন।

✓প্রার্থী বাছাই এর প্রক্রিয়া:

এই পথগুলিতে আবেদনের পর কোন রকমের লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউ এবং যে পদের জন্য আবেদন করবেন সেই পদের সম্পর্কে স্কিল টেস্ট বিশ্লেষণ করার মাধ্যমে পরীক্ষার্থীদের বাছাই করা হবে।

✓শূন্য পদের শ্রেণীবিভাগ:

NCSM মাধ্যমে পশ্চিমবঙ্গের সায়েন্স মিউজিয়ামগুলিতে যে পদ দুটিতে নিয়োগ করা হবে সে পথগুলি হলো-

•Junior Stenographer

•Artist A

✓শিক্ষাগত যোগ্যতা:

এই চাকরির ক্ষেত্রে যে দুটি পদের কথা বলা হয়েছে সেই দুটি পদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম রয়েছে তা হলো-

•Junior Stenographer

এই পথে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার পাশাপাশি মিনিটে অন্তত ৮০টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

•Artist A

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/ফাইন আর্টস/কমার্সিয়াল আর্টস এর অন্তত পক্ষে ২ বছরের কোর্স Complete থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পদে কমকরে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

✓মাসিক বেতন কত দেয়া হবে:

পশ্চিমবঙ্গের সায়েন্স মিউজিয়ামগুলিতে যে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে এই দুটি পদের বেতন কাঠামো ভিন্ন রয়েছে। এবং দুটি পদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বেতন রয়েছে যথা- Junior Stenographer পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে। তার পাশাপাশি, Artist A পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা করে দেয়া হবে।

✓প্রয়োজনীয় নথিপত্র:

এখানে আবেদনের জন্য আপনাদের প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড স্ক্যান করা।

২. স্থানীয় বাসিন্দার প্রমাণ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩. যেই প্রার্থী যে পদে আবেদন করবে সেই অনুযায়ী সেই পদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট স্ক্যান করা।

৪. জাতিগত প্রমাণপত্র (বাধ্যতামূলক নয় যদি থেকে থাকে) স্ক্যান করা।

৫. স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে শর্টহ্যান্ড বা স্টেনোগ্রাফার কোর্স পাশের সার্টিফিকেট।

৬. কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থেকে থাকে)।

৭. আবেদনকারীর কালার পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।

✓শেষ তারিখ:

উপরে উল্লেখিত পদে আবেদন-পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যা চলবে আগামী ইংরেজি ০৯/০৬/২০২৩ তারিখ পর্যন্ত।

CLICK HERE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment