পশ্চিমবঙ্গের কলেজে কলেজে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | WB University Recruitment

 চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে একসঙ্গে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি একাধিক পদে। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষারত রয়েছেন তাদের জন্য অবশ্যই একটি বিশাল বড় একটি সুখবর এখানে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদন করলে চাকরি পেয়ে যাবেন। এত বড় চাকরির সুযোগ যদি আপনি হাতছাড়া করতে না চান তাহলে চলুন বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেওয়া যাক।

শূন্য পদের নাম:

নিবন্ধক-1

অর্থ কর্মকর্তা-1

লাইব্রেরিয়ান-1

ডেপুটি রেজিস্ট্রার-1

অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা-1

সহকারী গ্রন্থাগারিক-6

সহকারী নিবন্ধক-2

সেকশন অফিসার-4

সহকারী/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট-5

উপরের ডিভিশন ক্লার্ক/অফিস অ্যাসিস্ট্যান্ট-29

লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র অফিস অ্যাসিসট্যান্ট-টাইপিস্ট-99

মাল্টি টাস্কিং স্টাফ -405

সহকারী-4

লাইব্রেরি সহকারী-1

লাইব্রেরি অ্যাটেনডেন্ট-30

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-16

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-45

সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) -1 

সহকারী প্রকৌশলী (সিভিল) -1 

জুনিয়র ইঞ্জিনিয়ার (  সিভিল)- 9 

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) -1 

ব্যক্তিগত সচিব-7 

ব্যক্তিগত সহকারী-8 

স্টেনোগ্রাফার-2 

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-2 

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-17 

সিকিউরিটি ইন্সপেক্টর-1

 সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট-1

 সিস্টেম প্রোগ্রামার-3

মোট শূন্যপদ : 709

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস যে কোন যোগ্যতা থাকলেই হবে। যেকোনো যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন এবং চাকরি করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি: যারা যারা এখানে আবেদন করবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে চাকরি-প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে লিখিত পরীক্ষায় পাস করলে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ পাশ করলে চাকরি হয়ে যাবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীকালে লগইন করে মূল ফর্মটা ফিলাপ করে আবেদন জানাতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: 

  • সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
  •  মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
  •  কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  •  পাসপোর্ট সাইজের ফটোকপি
  •  আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • অন্যান্য

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আবেদনের গুরুত্ব অন্যান্য যাবতীয় তারিখ জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।

OFFICIAL NOTICE:- CLICK HERE

APPLY NOW: CLICK HERE

OFFICIAL WEBSITE:  CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment