পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | WB PRIMARY TET 2022 PRACTICE SET

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে পরিবেশের বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. পরিবেশের প্রধান উপাদান কয়টি ? 

উঃ তিনটি। 

2. সুন্দরবন জাতীয় উদ্যান টি কোথায় অবস্থিত ? 

উঃ দক্ষিণ ২৪ পরগনা। 

3. কিয়োটো প্রটোকল কোথায় অনুষ্ঠিত হয়? 

উঃ জাপানে। 

4. ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ? 

উঃ আরনেস্ট হেকেল।

5. ভারতের জীব বৈচিত্র আইন কত সালে ? 

উঃ ২০০২ সালে। 

6. বিপন্ন প্রজাতি দের নিয়ে যে পাঁচটি বই আছে তাদেরকে কি বলে? 

উঃ Red data Book. 

7. ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের ফলে হয় ? 

উঃ জলে আর্সেনিক দূষণ। 

8. সীঙ্গালীলা জাতীয় উদ্যান টি কোথায় অবস্থিত ?

উঃ দার্জিলিং। 

9. বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? 

উঃ জলপাইগুড়ি। 

10. কোন রাজ্য প্রথম গ্রীন বেঞ্চ গঠিত হয়? 

উঃ পশ্চিমবঙ্গে। 

11. কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত একটি ওজোন অনুসারে? 

উঃ তিনটি। 

12. পরিবেশ সুরক্ষা আইন কত সালে হয় ? 

উঃ ১৯৮৬ সালে। 

13. সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত ? 

উঃ দক্ষিণ ২৪ পরগনা। 

14. ‘সাইলেন্ট ভ্যালি ‘ কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ কেরল। 

15. মন্ট্রিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? 

উঃ কানাডা। 

Leave a comment