পরিবেশ বিদ্যা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। EVS FOR PRIMARY TET

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  পরিবেশ বিদ্যা সম্পর্কিত  বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?

উঃ 21 ভাগ।

2. একটি আদর্শ জীবমণ্ডল কটি বলয় নিয়ে গঠিত?

উঃ তিনটি।

3. জীব বৈচিত্রের অর্থ হলো-

উঃ প্রাণীর বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র।

4. পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

উঃ সুন্দরবন।

5. অপ্রচলিত শক্তির উৎস কি?

উঃ সৌরশক্তি।

6. ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম কি?

উঃ সিসমোগ্রাফ।

7. ইকো শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

উঃ গ্ৰিক।

8. ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি?

উঃ এম আই সি।

9. বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত?

উঃ 0.04%

10. বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?

উঃ 78.08%

11.  বাতাসের গতিবেগ কি দিয়ে মাপা হয়?

উঃ অ্যানিমোমিটার।

12. ওজোন হোল এর নামকরণ করেছেন কে?

উঃ বিজ্ঞানী ফারমেন।

13. বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি?

উঃ সালোকসংশ্লেষ।

14. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কি?

উঃ pH মিটার।

15.  পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়? 

উঃ ১৯৮৬ সালে।

1. বিশ্ব প্রাণীবিকাশ দিবস কোনটি?

উঃ 4 অক্টোবর।

2. এইডস দিবস কোনটি?

উঃ 1 ডিসেম্বর।

3. ভোপাল ট্রাজেডি দিবস কোনটি?

উঃ 3 ডিসেম্বর ‌।

4. জাতীয় বিজ্ঞান দিবস কোনটি?

উঃ 28 ফেব্রুয়ারি।

5. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি?

উঃ 4 মার্চ।

6. বিশ্ব আবহাওয়া দিবস কোনটি?

উঃ 21 মার্চ।

7. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?

উঃ 7 এপ্রিল।

8. বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কোনটি?

উঃ 18 এপ্রিল।

9. আন্তর্জাতিক পরিবার দিবস কোনটি?

উঃ 15 মে।

10. বিশ্ব তামাক বিরোধী দিবস কোনটি?

উঃ 31 মে।

11. বিশ্ব ওজন দিবস কোনটি?

উঃ 16 সেপ্টেম্বর।

12. বিশ্বশান্তি ও অহিংসা দিবস কবে?

উঃ 21 সেপ্টেম্বর।

13. সবুজ আহরণ দিবস কোনটি?

উঃ 28 সেপ্টেম্বর।

14. বিশ্বপ্রাণী বাসস্থান দিবস কোনটি?

উঃ 3 অক্টোবর।

15. মানবাধিকার দিবস কোনটি?

উঃ 10 ডিসেম্বর।

Leave a comment