দীর্ঘ কয়েক বছর পর অবশেষে পশ্চিমবঙ্গের স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ | WB School Teacher Recruitment

 

পশ্চিমবঙ্গের দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে কোন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়নি। এদিকে প্রায় দশ লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়ে বসে আছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে কয়েক হাজার চুক্তিভিত্তিক ও অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে রাজ্যের প্রায় প্রতিটি স্কুলেই প্রচুর পরিমাণে শিক্ষকের প্রয়োজন এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যে কয়েক হাজার চুক্তিভিত্তিক ভাবে অস্থায়ী পার্টটাইম ও কিছু অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ করা হলে রাজ্যের প্রতিটি স্কুলের শিক্ষকের চাপ অনেকটা কমবে। যে সমস্ত চাকরিপ্রার্থীর শিক্ষক হতে চান বা শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে রেখেছেন তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই সুখবর টিকে বিস্তারিত ভাবে জেনে নেবেন, নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।

পদের নাম: এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল  অস্থায়ী শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, অতিথি শিক্ষক এবং পার্ট-টাইম শিক্ষক নিয়োগ করা হবে ।

কখন নিয়োগ করা হবে?
ইতিমধ্যেই এই নিয়োগের জন্য শিক্ষা সংসদের সভাপতি সহ শিক্ষা সংসদের অন্যান্য সদস্য এবং শিক্ষা মন্ত্রী আরো অন্যান্য শিক্ষা বিষয়ক উপদেষ্টা এখানে উপস্থিত থেকে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীকালে পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত পোর্টালে জানিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

নিয়োগ এর উদ্দেশ্য: পশ্চিমবঙ্গের স্কুলের দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ করা হয়নি তাই পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি স্কুলে কোন না কোন বিষয়ের শিক্ষক এর ঘাটতি রয়েছে এবং এই শিক্ষকের ঘাটতি পূরণ করার জন্য রাজ্য সরকার এবং শিক্ষা সংসদের সভাপতি ও অন্যান্য সদস্যরা মিলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে খুব দ্রুতই বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে এবং অতি দ্রুত এই নিয়োগ করার উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তি । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় 60 টি বিষয়ে পড়ানো হয় স্কুল গুলোতে। স্কুল গুলোতে এতগুলো বিষয় রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই তাই ছাত্রছাত্রীরা ঠিকমত পড়াশোনা করতে পারছে না। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের চাহিদা মেটানোর জন্যই বিশেষ করে এই নিয়োগ।

শিক্ষকদের বেতন: পশ্চিমবঙ্গে বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে সেই অনুপাতে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। অতীতে শিক্ষকেরা প্রত্যেকেই ক্লাস পিছু টাকা পেয়ে থাকেন। আর পার্ট টাইম শিক্ষকদের বেতন গড়ে প্রায় সাড়ে ৮ হাজার টাকা। 


মোট শূন্যপদ: যতদূর জানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইস্কুল যে পরিমাণের শিক্ষক নিয়োগ করা হবে তাতে সব মিলিয়ে প্রায় 7000 থেকে 8000 পরিমাণের শিক্ষক নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে দিনের পর দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিবছর। রাজ্যের প্রত্যেকটি স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই বিপুলসংখ্যক ছাত্রের জন্য যে পরিমাণ শিক্ষকের প্রয়োজন তার অর্ধেক পরিমাণ শিক্ষক নেই। তাই ছাত্র ও শিক্ষকের অনুপাত ঠিক রাখার জন্য রাজ্জে এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ করা হলে রাজ্যে অতিরিক্ত শিক্ষকের চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।


আরো চাকরির খবর পড়ুন: CLICK HERE

Leave a comment