চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বহুদিন পর অবশেষে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের বেশ কিছু নিয়োগের প্রক্রিয়া চলছে যার অপডেট আমরা আগের প্রতিবেদনে জানিয়েছি। সেই নিয়োগের প্রক্রিয়ার চলাকালীনই আরেকটি নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং নূন্যতম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস পাশ করে থাকেন। তাহলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এ পদের জন্য আবেদনটি করতে পারবেন। এক্ষেত্রে একটি শর্ত ধার্য করেছে রাজ্য সরকার যে আবেদনকারী কে সেই জেলার বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এই চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি খুঁটিনাটি জেনে নেয়া যাক।
■ শূন্য পদের নাম:-
শূন্য পদের নাম হল প্যারালিগাল ভলেন্টিয়ার বা আইনি স্বেচ্ছাসেবক।
■ নিয়োগ কারী সংস্থার নাম:-
এই চাকরির নিয়োগ টি করছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ DLSA তরফ থেকে।
■ শিক্ষাগত যোগ্যতা:-
এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে
■ বয়স সীমা:-
এখানে নিয়োগ করতে হলে চাকরি প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকেন এবং তাহলে আপনি এই চাকরির জন্য আবেদনটি করতে পারবেন নিয়োগে বয়সের কথা বলা হয়েছে
■ আবেদনের পদ্ধতি:-
● এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তার জন্য যেই বিষয়গুলি দিকে নজর দিতে হবে সেগুলি হল।
● প্রথমে এই বিজ্ঞপ্তির নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি লিংক ক্লিক করে পিডিএফ থেকে আবেদনের ফরমটি A4 পেজে ডাউনলোড করে নিতে হবে।
● সেই ফর্মে আপনার নিজের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি লিখে ফরমটি ফিলাপ করতে হবে।
● তারপর পরবর্তীতে ফর্মে দেওয়া নির্দিষ্ট জায়গায় আপনার ফটো এবং সিগনেচারটি করতে হবে।
● পরবর্তীতে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলি জেরক্স করে তার নিজের সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
● সবশেষে আবেদনপত্রের সাথে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলিকে পিন দিয়ে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
■ আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
The,
Chairman
District Legal Service
Authority, Bankura
Address-ADR Building
District judges Court
Compound, Bankura
Pin – 722101
■ আবেদনের শেষ তারিখ:-
এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী ২০-১-২০২৩ তারিখ পর্যন্ত। তাই আর দেরি না করে স্বীকৃতি শীঘ্রই আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করুন।
■ প্রার্থী বাছাই পদ্ধতি:-
এই চাকরির ক্ষেত্রে প্রার্থী যদি সীমিত সংখ্যক আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমেই সরাসরি প্রার্থী বাছাই হবে। আর যদি পরীক্ষার্থীর সংখ্যা অধিক হয়ে থাকে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
■ জব লোকেশন:-
এই আইনি স্বেচ্ছাসেবক নিয়োগটি বাঁকুড়া জেলায় করা হবে।
☆ চাকরি সংক্রান্ত নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের কে ফলো করুন।
OFFICIAL NOTICE: CLICK HERE