দীর্ঘদিন পর অবশেষে WBPSC মাধ্যমে বিরাট বড় চাকরি পশ্চিমবঙ্গে | WBPSC Group-C Recruitment 2022-23

 পশ্চিমবঙ্গের  রাজ্য সরকারের WBPSC তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা wbcs মত বড় অফিসার পদে সরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বেশ সুখবর নিয়ে এসেছে wbpsc । এই চাকরিটিতে আপনারা ন্যূনতম যোগ্যতায় নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। উল্লেখিত WBPSC এই নোটিফিকেশনে বলা হয়েছে কলকাতায় স্থায়ী একাধিক পদে Veterinary officer নিয়োগ করা হবে।

তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং একটি সু প্রতিষ্ঠিত সরকারি চাকরির সন্ধানে থাকেন তাহলে আপনার জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। তাই আসুন আর দেরি না করে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিই।

■ পদের নাম:-

West Bengal Public Service Commission তরফে  Veterinary officer পদে নিয়োগটি করা হবে।

■ মোট পদের সংখ্যা:-

WBPSC  তরফের যে Veterinary officer পদে নিয়োগটি করা হবে সসেখানে মোট পদের সংখ্যা রয়েছে 158 টি।

■ শিক্ষাগত যোগ্যতা:-

Veterinary officer এই পদে  আবেদন করতে হলে  প্রার্থীকে যেকোনো শাখার গ্যাজুয়েশন পাস করে থাকতে হবে।

■ আবেদন ফি:-

এখানে আবেদন করতে হলে আপনাকে কোন আবেদন ফ্রি লাগবে না অর্থাৎ নারী-পুরুষ জেনারেল এসসিএসটি ওবিসি সকল প্রার্থীদের আবেদন করতে কোন রকমের আবেদন ফ্রি লাগবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদনটি করতে পারবেন

■ প্রার্থী বাছাই প্রক্রিয়া:-

এই পরীক্ষায় প্রার্থী বাছাই জন্য আপনাকে লিখতে পরীক্ষা দিতে হবে সে লিখিত পরীক্ষায় পাশ করার পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে কারো গতিতে ইন্টারভিউ ওর লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে

■ আবেদন প্রক্রিয়া:-

●WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদনটি আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে।

●এই আবেদনটি করার জন্য প্রার্থীকে একটি মোবাইল নাম্বার এবং একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।

●WBPSC official website গিয়ে apply now ক্লিক করলেই আবেদন ফরম টা আসবে। আপনাদের সুবিধার্থে সরাসরি আবেদন করার লিংকটি আমাদের পোস্টের নিচে দেওয়া রইল।

●অনলাইন ফর্মটিতে চাওয়া তথ্য গুলি যথা আপনার নাম ঠিকানা বিস্তারিত সঠিক তথ্য দিয়ে ফর্মটি ভালো করে ফিলাপ করতে হবে।

●ফরমটি ফ্লাপ হয়ে গেলে সেভ এন্ড নেক্সট অপশন এ ক্লিক করে। আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার, মার্কশিট সার্টিফিকেট, সহ সব প্রয়োজনে ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার সেল্ফ এটেস্টেড করে  আপলোড দিতে হবে ওয়েবসাইটে।

 ●সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে দিয়ে তার প্রিন্ট আউট বের করে নিন এক কপি।

■ আবেদনের শেষ তারিখ:-

এই আবেদন প্রক্রিয়া গত ১৯ ডিসেম্বর ২২ থেকে শুরু হয়ে গেছে। চা চলবে আগামী ৩১শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE

Leave a comment