জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

 ১. লোহিত চ্যুতি ঘটনাটি কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সঙ্গে সম্পর্কিত?

উঃ সালোকসংশ্লেষ।

২. ডুমুর হলো একটি —

উঃ পুষ্পবিন্যাস।

৩. ডাবের জল  কোন প্রকৃতির ?

উঃ টিপ্লয়েড।

৪. যে উদ্ভিদে পুং পুষ্প এবং স্ত্রী পুরুষ উভয়েই উৎপন্ন হয় তাকে বলে —

উঃ সহবাসী।

৫. একটি সপুষ্পক উদ্ভিদের বিচের বাইরের স্তর কে কি বলা হয় —

উঃ টেস্টা।

৬. রক্তের গড় চাপ কত?

উঃ 93.3 mm Hg.

৭. মানব দেহে মোট পেশি সংখ্যা—

উঃ 656 টি।

৮. কার্ডিয়াক পেসমেকার কাকে বলে?

উঃ S.A.  নোড কে।

৯. ফ্যাটের অবদ্রবকরণ বলতে বোঝায় —

উঃ দ্রবণীকরণ।

১০. প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেন—

উঃ পাভলভ।

১১. মানবদেহের ফুসফুস এর বহিরাবরণীর নাম —

উঃ প্লুরা।

১২. একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত?

উঃ ২০৬ টা।

১৩. কোন পাখি প্রয়োজনে পিছন দিকে উড়তে পারে?

 উঃ হামিংবার্ড।

১৪. মানবদেহের সবথেকে শক্ত অংশ—

 উঃ দাঁতের এনামেল।

১৫. মানব রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা এবং ধমনীর মধ্যে প্রবাহমান রক্তকে তঞ্চিত হতে দেয় না ?

উঃ হেপারিন।

Leave a comment