জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর , যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  


নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসটি দায়ী করা হয়েছে তার নাম কি ? 

উঃ মিথাইল আইসোসায়ানেট। 

2. মানব জনসংখ্যা সম্পর্কে অধ্যয়ন করাকে কি বলে ? 

উঃ ডেমোগ্ৰাফি। 

3. পৃথিবীতে মোট মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কয়টি? 

উঃ ১৭ টি। 

4. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ? 

উঃ ৪ ফেব্রুয়ারি। 

5. WWF- এফ এর প্রতীক এ যে প্রাণীর ছবিটি দেখা যায় তার নাম কি ? 

উঃ লালপান্ডা । 

6. প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ কে কি বলা হয় ? 

উঃ  ইনসিটু। 

7. বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত ? 

উঃ প্রায় ৭৮.৯%

8. জীব বৈচিত্রের হটস্পট কথাটি কে প্রথম প্রচলন  করেন ? 

উঃ নরম্যান মায়াস। 

9. মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ কে কি বলা হয় ?

উঃ জেরোফাইট। 

10. কুমিরের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ? 

উঃ চার। 

11. শীত ঘুমের সময় ব্যাঙ কিসের দ্বারা শ্বাসকার্য চালায় ? 

উঃ ত্বকের সাহায্যে।  

12. আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিলনা ? 

উঃ অক্সিজেন। 

13. উদ্ভিদের ফুলের সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদবায়ী পদার্থ পূর্ন গ্রন্থ গুলিকে কি বলে ? 

উঃ অসমোফোর। 

14. ফনিমনসা কোন অংশ কাটায় রূপান্তরিত হয় ? 

উঃ পাতা। 

15. ‘Evolution’ কথাটি প্রথম কে বলেন? 

উঃ স্পেন্সার। 


1. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ? 

উঃ ২০.৬০ ভাগ। 

2. কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ? 

উঃ থায়োব্যাসিলাস। 

3. শিশুদের ‘ডিসলেক্সিয়া’ রোগের কারণ কি ? 

উঃ সিসা দূষণ। 

4. কোন বায়ুদূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে ? 

উঃ কার্বন মনোক্সাইড। 

5. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় ? 

উঃ ৫ জুন। 

6. কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয় ? 

উঃ শ্রমিক মৌমাছি। 

7. ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে?

উঃ নয়টি। 

8. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? 

উঃ ০.০১ মিলিগ্ৰাম/লিটার। 

9. ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে ? 

উঃ দুটি। 

10. জাতীয় উদ্যান এর ধারণা সর্বপ্রথম কে বলেন ?

উঃ জর্জ ক্যাটলিন । 

11. অ্যাসিড বৃষ্টিতে pH- এর মাত্রা কত ? 

উঃ ৩.৪ – ৪.৬ । 

12. পানীয় জলের BOD কত ? 

উঃ 1 ppm. 

13. শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণ কে বাড়িয়ে দেয় ? 

উঃ অ্যাড্রিনালিন।

14. ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটি হয়? 

উঃ ইটাই ইটাই। 

15.  MAB এর পুরো নাম কী? 

উঃ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। 


1. যে পেশীকে স্বেচ্ছায় নিয়ন্ত্রিত করা যায় তার নাম কী

উঃ রেখাঞ্জিত ঐচ্ছিক। 

2. একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল অস্থি সংখ্যা কয়টি ? 

উঃ ২০৬ টি

3. কিসের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয় ?

 উঃ ইনসুলিন। 

4. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কতগুলি ? 

উঃ ১২ জোড়া। 

5. প্যারামেসিয়াম এর গমনাঙ্গ কোনটি  ? 

উঃ সিলিয়া। 

6. রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ? 

উঃ গ্লুকাগন। 

7. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রনকারী গ্রন্থটির নাম কি ?

উঃ হাইপোথ্যালামাস। 

8. সব থেকে দীর্ঘ করোটি স্নায়ুর নাম কি ? 

উঃ ভেগাস। 

9. কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন ? 

উঃ ন্যাস্টিক চলন। 

10. প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন  ?

উঃ পাভলভ।

11. একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত ?

উঃ ৪-৬ ঘন্টা। 

12. কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ? 

উঃ স্পর্শেন্দ্রিয়। 

13.কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় ? 

উঃ পায়রা। 

14. মানুষের মস্তিষ্কের আবরণী নাম কী? 

উঃ  মেনিনজেস।

15. অন্ধবিন্দু দেহের কোথায় থাকে ? 

উঃ চোখে। 

Leave a comment