জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত জীবের সংকরায়ন কে বলে?

উঃ এক সংকর ।

2. ক্রিস্টমাস রোগ হলো—

উঃ হিমোফিলিয়া B 

3. বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা হলেন—

 উঃ পানেট ।

4. কোন বিজ্ঞানী লিংকেজের  ঘটনা প্রথম প্রমাণ করেন?

উঃ মরগ্যান ।

5. জীবের জিনগত গঠনের প্রকাশ কে বলা হয় —

উঃ জিনোটাইপ ।

6. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলে— 

উঃ লোটাস ।

7. ধান হলো —

উঃ অ্যানিমোফিলি ।

8. অনাক্রম্যতা বিদ্যার জনক বলা হয়—

উঃ মেচনিকফ্ ।

9. যার দ্বারা দেহের অনাক্রমতা সক্রিয় হয়ে ওঠে তাকে বলে

উঃ অ্যান্টিজেন।

10. কালাজ্বরের জীবাণু কি হলো এক ধরনের—

উঃ আদ্যপ্রাণী।

11. যক্ষা রোগ প্রতিরোধী টিকা প্রদান করা হয় তা হল—

উঃ BCG

12. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদন কে কি বলে ?

উঃ নাইট্রিফিকেশান।

13. নাইট্রোজেনের উৎস হল —

উঃ বায়ু।

14. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শোষণ করে

উঃ কার্বন ডাই অক্সাইড।

15. বায়ুতে অক্সিজেনের পরিমাণ —

উঃ ০.০৩%

1. বিধিনিষেধিত উপাদান বা অ্যান্টিবায়ােটিক সংশ্লেষিত হয় 

উঃ কেবলমাত্র ঈস্টে এবং ব্যাকটেরিয়াতে।

2. বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রােগটি হল

উঃ টিটেনাস।

3. মানুষের দেহে প্লাসমােডিয়ামের সক্রেমণে ঘটে —

উঃ ম্যালেরিয়া।

4. নিম্নের কার দ্বারা মেনিনজাইটিস ঘটে?

উঃ ভাইরাস মেনিন।

 5. মাম্পস নামক রােগটি ঘটে 

উঃ ভাইরাস দ্বারা।

6. Culex fatigans নিম্নলিখিতগুলির মধ্যে কোন রােগটি বিস্তার করে?

উঃ ফাইলেরিয়া।

7. স্ত্রী এডিস মশা বাহিত রােগটি 

উঃ ডেঙ্গু।

8. যােগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন্ কোশটি অ্যান্টিবডি গঠন করে?

উঃ প্লাজমা কোশ ।

9. AIDS রােগের ভাইরাস HIV কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে?

উঃ RNA

 10. ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয়—

উঃ ভাইরয়েড।

11. ব্যাকটেরিয়া কোশে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন?

উঃ লেডারবার্গ ও জীনডার।

12. ব্যাকটেরিওফাজের ফাজ’ কথাটির অর্থ কী? 

উঃ ভক্ষক ।

13. টিকাকরন  পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন 

উঃ এডওয়ার্ড জেনার।

14. গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন

উঃ এডওয়ার্ড জেনার।

15. সবচেয়ে বড় ভাইরাসের নাম কি

উঃ লিম্ফোগ্ৰানুলোমা ডেনেরিয়াম ।

1. এদের মধ্যে কোনটির একক পর্দা আছে ? 

[A] নিউক্লিয়াস [B] কোশপ্রাচীর [C] মাইটোকনড্রিয়া [D] স্ফোরােজোম

উঃ স্ফোরােজোম।

 2. মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন্ দ্রব্য উৎপাদন করে?

 [A] সুক্রোজ [B] গ্যালাকটোজ [C] ডেক্সটোজ [D] মল্টোজ 

উঃ ডেক্সটোজ।

3. কোষপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল— 

[A] লিগনিন [B] কিউটিন [C] সুবেরিন। [D]  সবকটি

উঃ সবকটি।

4. বর্ণহীন প্লাসটিডকে বলা হয় —

[A] ক্লোরােপ্লাসটিড [B] ক্রোমােপ্লাসটিড [C] লিউকোপ্লাসটিড [D] কোনােটিই নয়। 

উঃ লিউকোপ্লাসটিড।

5. শুক্রানু ও ডিম্বানুর মিলন ঘটে —

[A] ফ্যালােপিয়ান নালী [B] সেমিনিফেরাস নালী [C] জরায়ু [D] যােনি

উঃ ফ্যালােপিয়ান নালী।

6. মানবদেহে সুষুম্নাকাণ্ডের থেকে নির্গত স্নায়ুর সংখ্যা হল —

[A] 31 টি [B] 33 টি [C] 33 জোড়া [D] 31 জোড়া 

উঃ 31 জোড়া।

 7. গােনাডস্ হল —

 [A] শুক্রাশয় [B] ডিম্বাশয় [C] শুক্রাশয় ও ডিম্বাশয় একত্রে [D] স্তনগ্রন্থি 

উঃ শুক্রাশয় ও ডিম্বাশয় একত্রে ।

8. নিম্নলিখিত কোটি নিউক্লিয়াসের অংশ নয়? 

[A] ক্রোমােজোম [B] নিউক্লিওলাস [C] সাইটোপ্লাজম [D] নিউক্লিয়ার এনভেলপ। 

উঃ সাইটোপ্লাজম।

9.  ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যায় —

 [A] ইলেক্ট্রন এবং অন্যান্য প্রাথমিক কণা। [B] ব্যাক্টেরিয়া ও ভাইরাসের গঠন  [C] মানুষের পাকস্থলীর অন্তর্ভাগ [2] [D] মানুষের চোখের অন্তর্ভাগ

উঃ ব্যাক্টেরিয়া ও ভাইরাসের গঠন।

10. প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল— 

[A] স্নায়ুকোশ [B] হেপাটোসাইট (লিভার কোশ) [C] রক্ত কোশ [D] পেশী কোশ

উঃ স্নায়ুকোশ।

11. উদ্ভিদ কোশ গঠনে অপরিহার্য শর্করাটি হল—

 [A] সেলুলােজ [B] সুক্রোজ 1 [C] লিগনিন [D] স্টার্চ

উঃ সেলুলােজ ।

12. খালি চোখে দেখা যায় এমন একটি ক্ষুদ্রাকৃতি কোশের আয়তন হল —

[A] 1 মাইক্রন [B] 10 মাইক্রন [C] 100 মাইক্রন [D] 1000 মাইক্রন 

উঃ 100 মাইক্রন।

13. মানবদেহের ওজনের কত শতাংশ জল—

[A] 66 [B] 50 [C] 33 [D] 10

উঃ 66

14. রাইবােজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—

 [A] সালােকসংশ্লেষ [B] প্রােটিন সংশ্লেষ  [C] শ্বসন [D] লিপিড সংশ্লেষ 

উঃ প্রােটিন সংশ্লেষ।

15. একটি প্রাণিজ শ্বেতসার এর উদাহরণ হল —

[A] দানাশস্য [B] ল্যাকটোজ [C] গ্লাইকোজেন [D] রাফিনোজ 

উঃ গ্লাইকোজেন।

Leave a comment