জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 


 1. ফটোসিন্থেসিস শব্দটি প্রথম প্রচলন করেন বিজ্ঞানী-

উঃ বার্নেস‌।

2. পাতার কোন কলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া টি ঘটে?

উঃ মেসোফিল কলা।

3. সালোকসংশ্লেষ প্রক্রিয়া টি সংঘটিত হয় —

উঃ দিনের বেলায়।

4. পৃথিবীতে শক্তির মূল উৎস হল —

উঃ সূর্য।

5. সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় বর্ণালীর কোন রঙে ?

উঃ লাল ও নীল।

6. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল—

উঃ পেনিসিলিয়াম।

7. সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ কোন গ্যাস পরিবেশে পরিত্যাগ করে ?

উঃ অক্সিজেন ।

8. সালোকসংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার —

উঃ মেসোফিল কলায়।

9. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নির্ভুল রাসায়নিক সমীকরণ প্রণেতাদের একজন হলেন —

উঃ কেলভিন।

10. গাছের পাতায় ক্লোরোসিস এর কারণ হলো—

উঃ নাইট্রোজেনের অভাব।

11. পত্ররন্ধ্র ত্বকের ভেতর অবস্থান করে তখন তাকে বলে—

উঃ নিবেশিত পত্ররন্ধ্র।

12. বাষ্পমোচন হার পরিমাপক যন্ত্র টি হল —

উঃ পেটোমিটার।

13. বাষ্পমোচন  নির্ভর করে মে চাপের উপর —

উঃ ব্যাপনচাপ ঘাটতি।

14. পত্ররন্ধ্র উন্মোচনের সাহায্যকারী হরমোন টি হল –

উঃ সাইটোকাইনিন।

15. রাত্রে বাষ্পমোচন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হল —

উঃ  পাথরকুচি ও ঘৃতকুমারী।

Leave a comment