জীবন বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


1.শ্বসনে প্রকৃত অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুটি হলো

 উঃ মাইটোকনড্রিয়া

2 . শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন –

উঃ হ্রাস পায়

3. এনার্জি কারেন্সি বা শক্তির উৎস ভান্ডার বলে

উঃ ATP কে

4. নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায়

 উঃ সুন্দরী গাছে

5. মানুষের ষড়যন্ত্রের নাম হল 

উঃ ল্যারিংস।

6. মানুষের শ্বাস তন্ত্রের কোন অংশে গ্যাসীয় আদান-প্রদান ঘটে

উঃ অ্যালভিওলাই।

7. কুমিরের শ্বাস অঙ্গ হল

 উঃ ফুসফুস 

8. মাকড়সার শ্বাস অঙ্গের নাম হল 

উঃ বই ফুসফুস

9. প্রোটিন এর মধ্যে যে বন্ধনী দেখা যায়

উঃ পেপটাইড

 10. আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়

 উঃ ভিটামিন সি

11. একটি উৎসেচক বিহীন পরিপাক গ্রন্থি হলঠ

উঃ যকৃত।

12. একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের গড় BMR হলো

উঃ 40KLC.

13. প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় 

উঃ পাকস্থলীতে

14. মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হল

উঃ যকৃত।

15. লালাগ্রন্থি সংখ্যা হল 

উঃ 6 টি

Leave a comment