জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা চাকরির পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে

 

 নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে জীবন বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।


1. লিসমেনিয়া ডােনােভানির গৌণ পােষক (intermediate host) হল[A] স্যান্ড ফ্লাই [B] সি-সি ফ্লাই [C] ড্রাগন ফ্লাই [D] অ্যানােফিলিস মশা

Ans:- স্যান্ড ফ্লাই


2. একটি ভাইরাস হল— [A] ভাইরাসের সংক্রমণ কণা [B] ব্যাকটারিওফাজের সংক্রমণ কণা [C] ভাইরাসের সংক্রমণ দশা [D] কোনটিই নয়

Ans:- ভাইরাসের সংক্রমণ কণা 

3. কালাজ্বর রােগটি মানুষের দেহে ছড়ায় এর কামড়ে [A] কিউলেক্স মশা [B] ফ্লেবােটমাস স্যান্ডফ্লাই [C] সাইমেক্স বেডবাগ [D] সারকপটেস মাইট

Ans:- ফ্লেবােটমাস স্যান্ডফ্লাই


4. ভাইরাসঘটিত রােগ হচ্ছে[A] ক্যানসার [B] লিউকোমিয়া [C] টাইফয়েড [D] পীতজ্বর (Yellow fever)

Ans:- ক্যানসার


5. ম্যালেরিয়ার ফলে— [A] সিপ্লনােমেগালি হয় [B] টনসিলের প্রদাহ হয় [C] পেরিকারডাইটিস হয় [D] এলিফ্যান্টিয়েসিস হয়

Ans:- এলিফ্যান্টিয়েসিস হয়।


6. অ্যানােফিলিস মশার লার্ভা ধ্বংস করতে যে ব্যাকটেরিয়াটি  ব্যাবহার করা হয় — [A] ব্যাসিলাস স্ফেরিকাস [B] ব্যাসিলাস থুরিনজেনসিস [C] ব্যাসিলাস সাবটিলিস [D] কোনােটিই নয়

Ans:- ব্যাসিলাস স্ফেরিকাস ।


7. নিম্নের কোটি ব্যাকটেরিয়া ঘটিত রােগ ? [A] কনজাংটি ভাইরাস [B] ডিপথেরিয়া [C] ইনফ্লুয়েঞ্জা [D] হাম

Ans:- ডিপথেরিয়া।


8. ধানের পাতা দাগ রােগের কারণ— [A] ছত্রাক [B] ব্যাকটেরিয়া [C] ভাইরাস [D] উপরের কোনটিই নয়

Ans:- ছত্রাক


9. আলুর কালাে হৃদয় (Black heart) রােগের কারণ— [A] তামার অভাব [B] বােরনের অভাব [C] অক্সিজেনের অভাব [D] পটাশিয়ামের অভাব

Ans:- অক্সিজেনের অভাব


10. ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেছিলেন— [A] লিউয়েন হক [B] লুই পাস্তুর [D] রবার্ট কক [C] রবার্ট হুক

Ans:- লিউয়েন হক


11.একটি ব্যাকটিরিওফাজ হল— [A] একটি ভাইরাস [B] একটি ব্যাকটরিয়াম যা কৃত্রিম পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করা [C] ছত্রাক যা রােগ সৃষ্টি করে [D] একটি ফ্যারােসাইটিক প্রােটোজোয়া

Ans:- একটি ভাইরাস।

12. একটি এন্ডােবায়ােটিক (অন্তর পরজীবী) ছত্রাক হল— [A] অ্যাগারিকাস [B] বরচেল্লা [C] সিনটাইট্রিয়াম [D] পলিপােরাস

Ans:- সিনটাইট্রিয়াম

13. সবথেকে বেশি পরিচিত অ্যান্টিবায়ােটিক পেনিসিলিন পাওয়া যায় এই উদ্ভিদ থেকে —

[A] শৈবাল [B] ছত্রাক [C] লাইকেন [D] গুপ্তবীজী 

Ans:- ছত্রাক

14. একটি ভৌত জীবাণুনাশকের উদাহরণ হল-

[A] ডেটল [B] সূর্যালােক [C] ব্লিচিং পাউডার [D] লিকুইড সাবান 

Ans:- সূর্যালােক

Leave a comment