চাকরিপ্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বন্ধন ব্যাংক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং চাকরি পাওয়ায় যদি আপনার একমাত্র লক্ষ্য হয় তাহলে এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাগরিক নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। তাই আপনি যদি বন্ধন ব্যাংকের এই পদ গুলোতে আবেদনে ইচ্ছুক প্রকাশ করে থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকে আমাদের প্রতিবেদনে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
✓শূন্য পদের নাম:-
আজকের প্রতিবেদনে বন্ধন ব্যাংকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনায় সর্বপ্রথম আমরা জানিয়ে রাখি বন্ধন ব্যাংকে যে শূন্যপদ গুলো রয়েছে তাদের নাম হলো-
• ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)
• relationship officer
• relationship officer super sevar
এছাড়াও এখানে আরও যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Administration
• Agri Business
• Analytics/BIU/Corporate Strategy
• Audit
• Banking Operations & Customer Services
•.Branch Banking
• Compliance
• Corporate Salary
•.Corporate Services
• Digital Banking
• Finance & Accounts
• Housing Finance
• Human Resources
• IT
• Legal/Vigilance
• Marketing
• Micro Banking
• Outdoor Collector
• Indoor Staff
• Retail Assets
• Risk
• SME & MSME Banking
• Trade Finance
• Treasury
• Wholesale Banking
✓শিক্ষাগত যোগ্যতা:-
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও অন্যান্য কিছু পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী কে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে।
✓নির্বাচন প্রক্রিয়া:-
এই পদ গুলোতে আবেদন করার পর আবেদনকারীদের নির্বাচনের জন্য ডাকা হবে। নির্বাচন প্রক্রিয়ায় কোন রকমের লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেয়া হবে।
✓আবেদন পদ্ধতি:-
এখানে অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের পর আবেদন পত্রটিকে পার্শ্ববর্তী বন্ধন ব্যাংকের হেড অফিসে জমা করে আসতে হবে। আর আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে, বন্ধন ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে ক্লিক করে আবেদন করে আসতে পারবেন। আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কোনভাবে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগ্যতা ভুল না থাকে। কোন তথ্য ভুল থাকলে পরবর্তীকালে ইন্টারভিউ সময় আবেদনকারীর সমস্যায় পড়তে হবে।
✓বয়স সীমা:-
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন।
✓মাসিক বেতন:-
বন্ধন ব্যাংকে নিয়োগপত্র দেওয়ার পর, চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাসিক বেতন ১৪৫০০ থেকে সর্বোচ্চ ১৯৫০০ টাকা পর্যন্ত দেয়া হবে।
✓প্রয়োজনীয় নথিপত্র:-
বন্ধন ব্যাংকে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলো-
১.আবেদনকারীর বায়োডাটা।
২.মাধ্যমিকের এডমিট কার্ড।
৩.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।
৪.উচ্চ মাধ্যমিকে মার্কশিট এর সার্টিফিকেট।
৫.গ্যাজুয়েশন মার্কসিট ও সার্টিফিকেট।
৬.রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE