উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ-সি নিয়োগ | WB Health Group-C Recruitment 2022

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যারা দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষারত ছিলেন তাদের জন্য রয়েছে বড় সুখবর। এখানে চাকরি করার জন্য লাগবে না কোন উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেই আপনিও পেয়ে যাবেন এখানে একটি চাকরি। পশ্চিমবঙ্গে গ্ৰুপ সি পদে ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল মানুষ এখানে আবেদন করতে পারবেন । যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে ইচ্ছুক তারা এই খবরটি ভালোভাবে পড়ুন এবং নিচের সমস্ত বিস্তারিতভাবে দেওয়া আছে।

পদের নাম :- ল্যাব টেকনিশিয়ান।


শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। এছাড়া চাকরিপ্রার্থীদের অবশ্যই কম্পিউটার জ্ঞান সম্বন্ধে থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

আবেদন পদ্ধতি :- যে সমস্ত প্রার্থী ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে চান তাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে এ গিয়ে ফর্মটি বার করে সেটি ফিলাপ করতে হবে। তারপর সেই ফর্মটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। অথবা আপনি আপনার নিজ ইমেইল আইডি দিয়ে ফর্মটি পাঠাতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র :- আপনি ইন্টারভিউ এর জন্য যে সমস্ত নথিপত্র আপনার সাথে করে নিয়ে যাবেন সেগুলি হল- 

১. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

২. আঁধার কার্ড বা ভোটার কার্ড। 

৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

৪. কম্পিউটার সার্টিফিকেট।

৫. অভিজ্ঞতার সার্টিফিকেট ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- TO THE CMOH & SECRETARY , DISTRICT HEALTH & FAMILY WELFARE SAMITI , JHARGRAM.

ইন্টারভিউয়ের তারিখ :- এখানে ইন্টারভিউ নেয়া হবে ৪ ই আগস্ট। এবং ইন্টারভিউ এর সময় হল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।


ইন্টারভিউ স্থান :- OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER, JHARGRAM , ZILA SWASTHYA BHAWAN , JHARGRAM HOSPITAL COMPOUND.

বেতন :- এখানে চাকরিপ্রার্থীদের মাসিক মাইনে ১৭০০০ টাকা দেওয়া হবে। এছাড়া এখানে বেতন বৃদ্ধির সুব্যবস্থা রয়েছে।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a comment