ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

নমস্কার বন্ধুরা, আজ টার্গেট চাকরির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  ইতিহাস  সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

1. শশাঙ্কর রাজধানী কোথায় ছিল?

উঃ কর্ণসুবর্ণ- তে ।

2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ ডব্লিউ সি ব্যানার্জি।

3. ভারতের লৌহ মানব কাকে বলা হত?

উঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল।

4. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ কুতুবউদ্দিন আইবক।

5. দীন-ই-ইলাহি-র  প্রবক্তা কে ?

উঃ আকবর।

6. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ?

উঃ ফারুকসিয়ার।

7. ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ?

উঃ সমুদ্রগুপ্ত।

8. কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৩১ সালে।

9. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উঃ ডাফরিন।

10. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করেছিল ?

উঃ দ্বিতীয় শাহ আলম।

11. রামচরিত কার রচনা? 

উঃ সন্ধ্যাকর নন্দী।

12. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ ক্যানিং।

13. আমির খসরু কার সভাপতি ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজী।

14. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?

উঃ সেলুকাস।

15. বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ উঃ মীরকাসিম।

MORE READ

1. কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ  ঘটেছিল?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

2. লর্ড আরউইন এর পরে কে ভারতের ভাইসরয় হন?

উঃ লর্ড উইলিংডন।

3. সুফিবাদ ভারতে প্রবেশ করে কত শতকে?

উঃ ত্রয়োদশ শতকে।

4. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ উইলিয়াম জোনস্।

5. ‘এইটটিন ফিফটি সেভেন’ বইটি রচয়িতা কে?

উঃ এস. এন. সেন।

6. ‘ইন্ডিকা’- র প্রণেতা কে?

উঃ মেগাস্থিনিস।

7. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কি ছিল?

উঃ হিন্দুস্থান রিভিউ।

8. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত?

উঃ লাহোর ।

9. দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ কুতুবউদ্দিন আইবক।

10. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে?

উঃ গান্ধার শিল্প।

11. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?

উঃ গৌড়।

12. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন।

13. প্রাচীনতম বেদ হলো ?

উঃ ঋগ্ বেদ।

14. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

উঃ ডব্লু. সি. ব্যানার্জী।

15. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন?

উঃ এন. এম. যোশি।

Leave a comment