অ্যালুমিনিয়াম কোম্পানিতে চাকরি, আবেদন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত -Job News

 সুখবর সুখবর সুখবর !  রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী  দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। এবার অ্যালুমিনিয়াম কোম্পানি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অ্যালুমিনিয়াম কোম্পানিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।   আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম ও শূন্যপদ সংখ্যা  :- 1. MECHANICAL . শূন্য পদ সংখ্যা 58, ( UR- 24 , EWS – 6, OBC – 15, ST- 4, SC – 9). 2. ELECTRICAL. শূন্য পদ সংখ্যা 41,( UR- 17 , EWS – 4, OBC – 11, ST- 3 , SC – 6). 3. INSTRUMENTATION, শূন্য পদ সংখ্যা 32, ( UR- 13  , EWS – 3 , OBC – 9 , ST- 2 , SC – 5 ). 4. METALLURGY, শূন্য পদ সংখ্যা 14, ( UR- 6 , EWS – 1, OBC – 4 , ST- 1, SC – 2 ), 5. CHEMICAL, শূন্য পদ সংখ্যা 14, ( UR- 6 , EWS – 1, OBC – 4 , ST- 1, SC – 2 ), 6. MINING (Mn), শূন্য পদ সংখ্যা 10, ( UR- 4 , EWS – 1, OBC – 3 , ST- 1, SC – 1) 7.  CIVIL (CE),শূন্য পদ সংখ্যা 7, ( UR- 4 , EWS – 1, OBC – 1 , ST- 0, SC – 1 )  , 8. CHEMISTRY(CY), শূন্য পদ সংখ্যা 13 ,( UR- 5 , EWS – 1, OBC – 4 , ST- 1, SC – 2 )

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি পাস। ইঞ্জিনিয়ারিং / টেকনোলজির  বিষয় নিয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (UR,OBC,EWS) ছাত্র- ছাত্রীদের  65% নাম্বার পেয়ে পাস করতে হবে। ও (ST, SC, PWD) ছাত্র- ছাত্রী দের 55% নাম্বার পেয়ে পাস করতে হবে। এছাড়া যে পদের জন্য আবেদন করবেন সেই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :- এখানে আবেদন করতে পারবেন 30 বছর বয়সের মধ্যে ‌। 11/09/1992  – 11/09/2022 অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া :- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে প্রার্থীদের NALCI এর www.nalcoindia.com. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । এখানে আবেদন প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট চাইবে সেগুলি দিয়ে ফিলাপ করতে হবে তারপর ফর্মটির সাবমিট করে দিতে হবে । নিচে অফিসিয়াল ওয়েবসাইট দেয়া আছে । আপনারা ফর্মটা কিভাবে ফিলাপ করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন তার বিবরণ ওয়েবসাইটে দেয়া আছে ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিন।

আবেদন মূল্য :- এখানে অনলাইনের মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে। General, OBC & EWS দের আবেদনমূল্য ধার্য করা হয়েছে 500 টাকা । এবং অন্যান্যদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে 100 টাকা।

বেতন :- এখানে প্রার্থীদের বেতন দেয়া হবে প্রায়ই 40,000-1,40,000 টাকা পর্যন্ত।

আবেদনের তারিখ সমূহ :- এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11/08/2022 তারিখে। এবং আবেদন প্রক্রিয়া চলবে 11/09/2022 তারিখ পর্যন্ত।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

OFFICIAL NOTICE:CLICK HERE

APPLY NOW

Leave a comment