নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আকাশে আবারো ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। চৈত্র মাসের শেষ প্রান্তে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বঙ্গবাসীদের বৈশাখের শুরুতেই আবারো ফের ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা দিতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা, ঝড়ের গতি হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা!
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে বিকেল থেকে সন্ধ্যার দিকে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া প্রবল পরিমাণে থাকবে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ, হাওয়ার দাপটে কোথাও কোথাও গাছ উপড়ে পড়তে পারে কিংবা সাময়িক বিদ্যুৎ পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে। এসব জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে রাজস্থানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যার প্রভাবে তৈরি হয়েছে একাধিক অক্ষরেখা। এর মধ্যে একটি অক্ষরেখা ছত্রিশগড়, মধ্যপ্রদেশ হয়ে পূর্ব ভারতে বিস্তৃত হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। ইতিমধ্যে বঙ্গোপসাগরে আবার ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ।
তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ও কলকাতা শহর সহ (যেমন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া) বড়সড় ঝড়ের আশঙ্কা না থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গেও আসছে পরিবর্তন, বুধবার থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ বঙ্গ শান্ত হতে না হতেই এদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে চলেছে আবহাওয়ার প্রভাব। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ সব জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং বৃষ্টির মাত্রাও বেড়ে যেতে পারে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এই দুই দিন উত্তরবঙ্গের সকল জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে আগাম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৈশাখের শুরুতেই দুর্যোগের আবহাওয়া, সতর্ক থাকুন!
সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হওয়ায় গ্রীষ্মের দাবদাহ কিছুটা শান্ত হলেও, নতুন করে দুর্যোগের সম্ভাবনায় উদ্বেগ বেড়েছে। বৈশাখের শুরুতেই এমন আবহাওয়ার পরিবর্তন কৃষিকাজ, যানচলাচল এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই রাজ্যের দক্ষিণ ও উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তা জানানো হয়েছে।