প্রতি মাসে ২,৫০০ টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী, কাদেরকে দেওয়া হবে জেনে নিন

পশ্চিমবঙ্গের যেসকল পড়ুয়ারা বর্তমানে উচ্চশিক্ষা অনুসরণ করছেন তাদের জন্য সুখবর। রাজ্য সরকারের সহায়তায় এবার লেখাপড়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হল। যার মাধ্যমে প্রতি মাসে মাসে তাদেরকে লেখাপড়ার খরচ বাবদ ২,৫০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের নাম কি? এই প্রকল্পের আবেদনের যোগ্যতা কি? কিভাবে আবেদন করবেন ও অন্যান্য খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো আজকের প্রতিবেদনে।

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হতো। তবে এবার থেকে কন্যাশ্রী -৩ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠরত সকল ছাত্রীদেরকে লেখাপড়ার খরচ চালানোর জন্য আর্থিক সাহায্য প্রদান করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পের দুইটি ভাগ ছিল কন্যাশ্রী প্রকল্প -১ ও কন্যাশ্রী প্রকল্প -২। তবে বর্তমানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও এক ধাপ এগিয়ে গিয়ে কন্যাশ্রী প্রকল্প -৩ চালু করল রাজ্য সরকার। আমাদের রাজ্যের যে সকল ছাত্রীরা বর্তমানে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন তারা কন্যাশ্রী প্রকল্প -৩ এর সুবিধা লাভ করতে পারবেন। নীচে কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

কন্যাশ্রী প্রকল্প -৩ এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
কন্যাশ্রী প্রকল্প -৩ এর সুবিধা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে। যেমন-

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

২) যেহেতু এক্ষেত্রে কোনো রকম বয়সসীমা নির্ধারণ করে নি রাজ্য সরকার তাই যে কোনো বয়সের ছাত্রীরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

৩) এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে এবং স্নাতক ডিগ্রিতে অন্ততপক্ষে ৪৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

৪) যেহেতু কন্যাশ্রী প্রকল্প -৩ এ আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর পরিবারের কোনো রকম বার্ষিক আয় নির্ধারণ করে দেওয়া হয়নি তাই যে কোনো পরিবারের ছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

কন্যাশ্রী প্রকল্প -৩ এর আবেদন পদ্ধতি:-
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে ছাত্রীকে তার নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
কন্যাশ্রী প্রকল্প -৩ এর আওতায় আবেদন করার সময় আবেদনকারী ছাত্রীকে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন-

১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২) গ্ৰ্যাজুয়েশন এর ফাইনাল পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেট।

৩) আবেদনকারী ছাত্রীর নিজের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ। তাতে অবশ্যই আই এফ এস সি কোড উল্লেখ করা থাকতে হবে।

৪) স্থায়ী নাগরিকত্বের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।

এই প্রতিবেদনটি পড়ার পরেও যদি কন্যাশ্রী প্রকল্প -৩ এর বিষয়ে আরও বিস্তারিত ভাবে কিছু জানার থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখানেই আপনি এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *