সরকারি কর্মীদের লটারি লাগলো! DA-র পর ২৫% ভাতা বাড়ছে সরকারি কর্মীদের, পুজোর আগেই সুখবর




আজকের প্রতিবেদনে আমরা হাজির হয়েছি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি দুর্দান্ত সুখবর নিয়ে। এর আগে বছরের শুরুতেই বড়ো সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে পুজোর আগে আসতে চলেছে একটি নয়া সুখবর। DA-র পর এবারে বাড়তে চলেছে সরকারি কর্মীদের ভাতা! হ্যাঁ, সূত্র মারফত এমনটাই জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

সম্প্রতি EPFO জানিয়েছেন যে সরকারি কর্মীদের বেতনের অন্তর্ভুক্ত ১৩ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ এবারে মালামাল হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পূর্বে ২০২৪ লোকসভা ভোটের আগেই বেড়েছিল সরকারি কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতা। এবারে এই ভাতা বৃদ্ধির খবরে চরম খুশি সরকারি কর্মীরা। বর্তমানে ৫০% মহার্ঘ ভাতা পাচ্ছেন এই কেন্দ্রীয় সরকারি কর্মীরা।



সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যেও বেড়েছে DR অর্থাৎ ডিয়ারনেস রিলিফ। লোকসভা ভোটের আগে ১লা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকরী হয়েছে এই নিয়ম। জুলাই মাস পড়তেই ফের DA বৃদ্ধির আসায় কর্মীরা। এরই মাঝে ১৩টি খাতে ভাতা বৃদ্ধির খবর এনেছে খুশির জোয়ার। সুতরাং এবার লাফিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক বেতন।

গত ৪ই জুলাই EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে জারি করা সার্কুলার থেকে জন্য গেছে যে এইচআরএ (HRA), পরিবহণ ভাতা, বাসস্থান, ডেপুটেশন এবং স্প্লিট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ী/ট্যাক্সি, অটোরিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা, ডেপুটেশন ইত্যাদি মিলিয়ে মোট ১৩টি খাতে বাড়তে চলছে সরকারি কর্মীদের ভাতা।

নিয়ম অনুসারে বছরে ২ বার বৃদ্ধি পায় সরকারি কর্মীদের ভাতা। তবে এই বছরে DA বৃদ্ধির পর ফের বাড়তে চলেছে ভাতা। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের মত অনুসারে এবারেও ৪% বাড়তে চলেছে ভাতা। এখন দেখার পালা ঘোষণায় কি জানানো হয়। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।



আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment