৪% হারে DA বৃদ্ধি করা হল রাজ্য সরকারি কর্মীদের, কবে থেকে পাওয়া যাবে জেনে নিন

By Sujit Roy

Published on:

৪% হারে DA বৃদ্ধি করা হল রাজ্য সরকারি কর্মীদের, কবে থেকে পাওয়া যাবে জেনে নিন।

আর কোনো বিক্ষোভ আর কোনো আন্দোলন নয়। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ্য ভাতা আদায়কে ঘিরে চলতে থাকা লাগাতার আন্দোলন ও ঝামেলার অবসান ঘটিয়ে অবশেষে DA বৃদ্ধি ও বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে DA বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়া নিয়েও বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলী। আলোর সাজে সজ্জিত হয়ে উঠেছে সারা দেশ। এই আলোর উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ৪ শতাংশ DA বৃদ্ধির সুখবর উৎসবের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে DA ও DR বৃদ্ধি করা হয়েছে। ১ লা নভেম্বর থেকে সকল রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা এই বর্ধিত DA ও DR এর সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দীপাবলী উপলক্ষে সম্প্রতি পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবত মান তার নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি পাঞ্জাব রাজ্যের রাজ্যবাসীদের দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে উৎসবের মরশুমে ওই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য ৪ শতাংশ হারে এই DA ও DR বাড়ানোর কথাও ঘোষণা করেছেন। ১ লা নভেম্বর থেকে পাঞ্জাব রাজ্যের ৬.৫ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা এই বর্ধিত DA পাবেন।

গত বছর অর্থাৎ ২০২৩ এর ১ লা ডিসেম্বর থেকে পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের DA বৃদ্ধি করা হয়েছিল। এরপর এক বছরও পাড় হয়নি আবারো তাদের DA এর পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করা হল। এছাড়াও তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ্য ভাতা তাদেরকে নগদ দেওয়া হবে বলে জানিয়েছেন পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী।

গত বছর ডিসেম্বরে DA বৃদ্ধি হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা ৩৮ শতাংশ হারে DA এর সুবিধা ভোগ করছিলেন। তবে এরপর সেই তাদের সেই DA এর পরিমাণ ৪ শতাংশ বেড়ে ৪২ শতাংশে দাঁড়াবে। যার ফলে এরপর থেকে পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা ৪২ শতাংশ হারে DA এর সুবিধা ভোগ করবেন।

তবে শুধুমাত্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রীই নয়। তার পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও গত কিছুদিন আগে তার রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের DA বাড়ানোর কথা ঘোষণা করেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের এতদিন ধরে পাওয়া ৫০ শতাংশ DA এর পরিমাণ বাড়িয়ে ৫৩ শতাংশ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এ ছাড়াও উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সরকারও তাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment