ভাইরাল ছবিতে কী লেখা ছিল? 👉 "২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল। নতুন করে পরীক্ষা হবে!" 👉 শিক্ষকরা নাকি খাতা দেখা বন্ধ করে দিয়েছেন!

এসএসসি মামলার প্রভাব ⚖️ সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল 🏫 বহু স্কুলে শিক্ষক সংকট 😠 অনেক চাকরিচ্যুত শিক্ষক খাতা দেখতে অস্বীকার করছেন

তবে কি সত্যিই বাতিল হচ্ছে পরীক্ষা? 🚫 না! ✅ বোর্ড ও সংসদ জানিয়েছে, ভাইরাল পোস্টটি ভুয়ো 📰 ছবির ফন্ট ও ভাষা কোনও সংবাদমাধ্যম ব্যবহার করে না

সংসদ ও পর্ষদের অবস্থান 🗣️ যারা খাতা দেখতে চান, তারা দেখতে পারবেন 📦 যারা চান না, তাদের খাতা ফেরত দেওয়ার নির্দেশ 🧑‍🏫 বিকল্প শিক্ষক দিয়ে মূল্যায়ন চলবে

পরীক্ষা বাতিল বা পুনরায় নেওয়া হচ্ছে? ❌ না, এমন কোনও সিদ্ধান্ত বোর্ড নেয়নি 📢 এখনও রেজাল্টের নির্দিষ্ট দিন জানানো হয়নি

আতঙ্ক নয়, সতর্ক থাকুন! 🚫 গুজবে কান দেবেন না 🔍 অফিসিয়াল তথ্য ছাড়া কিছু বিশ্বাস করবেন না 💡 সঠিক তথ্যের জন্য চোখ রাখুন বিশ্বস্ত সূত্রে

শিক্ষার্থীদের বার্তা 📚 আতঙ্কিত হবেন না ⏳ রেজাল্টের জন্য অপেক্ষা করুন 🔗 সঠিক খবর জানতে ফলো করুন আমাদের ওয়েবসাইট