দিনের পর দিন বেড়েই চলেছে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা। সরকারের তরফ থেকে প্রতিনিয়ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেও হচ্ছেনা কোনো লাভ।

দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইমুহুর্তে ভরসা শুধুমাত্র কোম্পানির চাকরি। তবুও মানুষ ছুটে চলেছে সরকারি চাকরির পিছনে।

এইসমস্ত শিক্ষিত বেকারদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে হাজির হয়েছি। প্রকাশ পেল কর্মবন্ধু ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

কারা আবেদনের যোগ্য : এই পদের জন্য ফ্রেসার্স এবং রিটায়ার্ড দুই ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

কর্ম বন্ধু পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে। নাইট গার্ড পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা চাওয়া হয়েছে সর্বাধিক ৬৪ বছর।

নাইট গার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। কর্ম বন্ধু পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রয়োজন।

নিয়োগ প্রক্রিয়া : এই পদের জন্য প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা Principal, Dharmada Govt. P.T.T. I, Vill+Po -Dharmada, Ps-Nakashipara, Dist-Nadia, Pin-74LL38।