এতদিন পর্যন্ত কেবলমাত্র লক্ষীর ভান্ডার নামক প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারন শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা করে দেওয়া হতো।
তবে এবার থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তো দেওয়া হবেই উপরন্তু তার সাথে আরও অতিরিক্ত ১,০০০ টাকা করে এ রাজ্যের মহিলাদের দেবে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। যার নাম হল বার্ধক্য ভাতা প্রকল্প।
এই প্রকল্পের আওতায় আমাদের রাজ্যের ৬০ বছর বয়সী বা ৬০ বছরের উর্দ্ধের প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন দেওয়া হয়।
এই প্রকল্পের আওতায় থাকা প্রবীণ নাগরিকদের প্রতি মাসে মাসে ১,০০০ টাকা করে মাসিক পেনশন দেওয়া হয়। যা রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়।
লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেমন পশ্চিমবঙ্গের মহিলারা আর্থিক দিক থেকে সাবলম্বী হয়ে উঠতে পেরেছেন তেমনি বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৬০ বছর বা তার উপরের বৃদ্ধ বৃদ্ধারা আর্থিক দিক থেকে সাবলম্বী হয়ে উঠতে পেরেছেন।
বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর নিন্মোক্ত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন- ১) এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীর বয়স অতি অবশ্যই কমপক্ষে ৬০ বছর বা তার উপরে হতে হবে। ৩) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আবেদনকারীর নিজের আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে। ৪) আবেদনকারী বৃদ্ধ বা বৃদ্ধার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তার কে ওয়াই সি আপডেট থাকতে হবে।