পশ্চিমবঙ্গে আবারো প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, কত শূন্যপদে নিয়োগ করা হবে জেনে নিন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আবারো প্রাইমারি টেট এর নিয়োগ শুরু করার।
নতুন করে বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব শীঘ্রই। চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ ই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
২০২২ ও ২৩ এ যে টেট পরীক্ষা গুলি নেওয়া হয়েছিল আগে যত শীঘ্র সম্ভব তার নিয়োগের কাজ সুসম্পন্ন করা হবে তারপর পরবর্তী টেট পরীক্ষা নেওয়া হবে।
শ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রতিটিতে গড়ে ওঠা প্রাইমারি স্কুল গুলির কোনটিতে কটি করে শূন্যপদ রয়েছে তার পৃথক পৃথক তালিকা তৈরি করতে হবে।
আপনারা যারা ২০২২ এবং ২৩ এর প্রাইমারি টেট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং এতদিন ধরে নিয়োগের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছেন তাদের জন্য এটি একটি দারুন খুশির খবর।
এদিকে ২০১৭ ও ২০২১ এর টেট পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত নিয়োগ পাননি। তাই তাদেরকে ডিঙিয়ে ২০২২-২৩ এর টেট উত্তীর্ণ দের নিয়োগ কি ধরনের ঝড় বয়ে আনতে চলেছে তাই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।