“যোগ্যশ্রী প্রকল্প” এর আওতায় কত জনকে প্রশিক্ষণ দেওয়া হবে? আপাতত যোগ্যশ্রী প্রকল্পের আওতায় ২০০০ জন ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে সরকারের তরফে এও জানানো হয়েছে যে পরবর্তী কালে এই প্রশিক্ষণের আসন সংখ্যা বাড়ানো হতে পারে।
এই প্রকল্পের আওতায় কত টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে? যোগ্যশ্রী প্রকল্পের আওতায় যে যে ছাত্র ছাত্রীরা প্রশিক্ষণ নেবেন তাদের সকলকে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৩০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া গত ১/১১/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৩০/১১/২০২৪ পর্যন্ত অর্থাৎ এই নভেম্বর মাসটা পুরোটাই এই আবেদন পত্র জমা নেওয়া হবে।