মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলের অধীনে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
ভারতীয় রেলের অধীনে কয়েক হাজার শূন্যপদে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এক্ষেত্রে সবচাইতে বড় বিষয় হল এখানে চাকরি পেতে হলে আপনাকে কোনো রকম লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে না। কেবলমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আপনি এখানে চাকরি করার জন্য নির্বাচিত হতে পারবেন।
ভারতীয় রেলের অধীনে পরিচালিত নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ বর্ষের অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ৫,৬৪৭ টি শূন্যপদ পূরনের জন্য আবেদন পত্র চাওয়া হচ্ছে।
শূন্যপদের নাম:- এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে বিভিন্ন ট্রেড মিলিয়ে মোট ৫,৬৪৭ জনকে নিয়োগ করা হবে বলে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:- RRC NFR এর অধীনে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:- সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ভারতীয় রেলের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী বেতন দেওয়া হবে।