লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন
পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের জন্য বিশাল বড় সুখবর। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এক দুর্দান্ত খুশির আপডেট দিল রাজ্য সরকার।
লক্ষীর ভান্ডার প্রকল্পে আসছে বড়সড় বদল। আবারো বাড়ানো হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ। এবারে এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে।
এই ভাতা বৃদ্ধির খবর শোনা মাত্রই আমাদের রাজ্যের সেই সকল মহিলারা যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং প্রতি মাসের শুরুতে এই ভাতা পাওয়ার অপেক্ষায় থাকেন তারা গভীরভাবে আনন্দিত হয়েছেন।
২০২১ সালে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হতো।
তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ১২০০ টাকা করেছে রাজ্য সরকার।
সভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হবে। এই বর্ধিত ভাতার পরিমাণ ১,০০০ ও ১,২০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ বা ২,০০০ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।