লক্ষী ভান্ডার এখন অতীত! এবার থেকে ছেলেদেরও মাসে দেওয়া হবে 10 হাজার করে টাকা

Ladla Bhai Yojana : Ladli Behena Yojana-র মাধ্যমে আগেই মহিলা ভোটারদের আকৃষ্ট করেছে রাজ্য সরকার। এবারে পালা পুরুষ ভোটারদের। এই পুরুষ ভোটারদের জন্য এবারে বড়ো প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার।

এই প্রকল্পের আওতায় ছেলেরা মাসিক ১০,০০০ টাকার অনুদান পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে।

গণমাধ্যমকে দেওয়া দেওয়া মুখ্যমন্ত্রীর তথ্য অনুসারে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকারত্বের পরিমাণ কমবে।

এই লাডলা ভাই স্কিমের আওতায় যুবকরা কারখানায় শিক্ষানবিশ পাবেন এবং সরকার থেকে তাঁদের ভাতাও দেওয়া হবে। এবারে জানাবো এই প্রকল্পের আওতায় কত টাকা পাওয়া যাবে।

এই প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক পাশ করা যুবকরা মাসিক ৬,০০০ টাকা করে পেতে পারেন। ডিপ্লোমা করা যুবকরা মাসে ৮,০০০ টাকা করে পেতে পারেন। স্নাতক পাশ যুবকদের এই প্রকল্পের আওতায় মাসিক ১০,০০০ টাকা করে দেওয়া হবে।