রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই বেকারত্বের হার কমাতেই নতুন পরিকল্পনা রাজ্য সরকারের। সম্প্রতি ১২ হাজার শূন্যপদে Group C ও Group D কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করেছে SSC। ২০১১ সালে রাজ্যে তৎকালীন সরকার গঠনের পর জন্ম হয় SSC-র। PSC-র পক্ষে রাজ্যের সমস্ত পদে কর্মী নিয়োগ করা সম্ভব না হয়ে ওঠার জন্যই গঠন করা হয় SSC। কিন্তু পরবর্তীকালে কিছু করণের জন্য SSC তুলে দেবার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
পরবর্তীতে ২০২২ সালে বিধানসভায় পাশ হওয়া বিলের ভিত্তিতে SSC আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর SSC-র চেয়ারম্যান পদে নিযুক্ত করানো হয় অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক সহায়কে। চেয়ারম্যান পদ পূরণ হবার সাথে সাথেই শুরু হয় কর্মী নিয়োগের তৎপরতা। নবগঠিত এই কমিশনের মাধ্যমে ‘গ্রুপ- সি’ এবং ‘ডি’ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া সুরুর পরিকল্পনা নেওয়া হয় গত বছর। সূত্র মারফত জানা গেছে শীঘ্রই ‘গ্রুপ- সি’ এবং ‘ডি’ পদে মোট ১২ হাজারের কাছাকাছি কর্মী নিয়োগ করতে চলেছে SSC।
প্রাথমিকভাবে জানা গেছে গ্রুপ ডি পদে নিয়োগ করার হবে ৮ হাজারেরও বেশি কর্মী। গ্রুপ সি পদে নিয়োগ হবে ৩ থেকে ৪ হাজার কর্মী। ‘গ্রুপ- সি’ পদের ক্ষেত্রে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মীদের। নিয়োগ প্রক্রিয়ার কথা মাথায় রেখে সম্প্রতি একটি খসড়া তৈরি করেছে কমিশন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লোয়ার ডিভিসান অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লিখিত পরীক্ষা আয়োজিত হবে। প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের জন্য ইন্টারভিউ আয়োজন করা হবে।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের খবর সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE