ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। তার মূল উদ্দেশ্য দেশের পিছিয়ে থাকা মহিলাদের স্বাবলম্বী করে তোলা মহিলাদের উদ্দেশ্যে তিনি একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি। আজকের প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নয়া এক প্রকল্প নিয়ে আলোচনা করব। বিস্তারিত ভাবে জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
WB Jago Prakalpa-র বিস্তারিত তথ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগো প্রকল্পের প্রমোশনের উপর বিশেষ নজর রেখেছেন। এই প্রকল্পের প্রমোশনের জন্য তৈরি করা হয়েছে একটি থিম সং। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট ১ কোটি মহিলাদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় মোট ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে এবং প্রতিটি গোষ্ঠীতে ১০টি করে মহিলা থাকবেন।
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকেই রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনবরত। পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রচুর। এই স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাবার ফলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে প্রাপ্ত ঋণ আয় উৎপাদক ক্রিয়া-কলাপের জন্য ব্যবহার করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের এই জাগো প্রকল্পের আওতায় রাজ্যের এক কোটি মহিলাকে গোষ্ঠী প্রতি ৫০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় গোষ্ঠীর সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গেছে। গত ৮ বছরে এই গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE