রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন

By Sujit Roy

Published on:

রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন।

বাংলার শাসন ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার এ রাজ্যের সাধারণ মানুষের কল্যানার্থে একের পর এক সাহায্যমূলক প্রকল্প চালু করেছে এবং আজও করে চলেছে। রাজ্য সরকারের এই সব প্রকল্প গুলির মধ্যে কোনো কোনো প্রকল্পের আওতায় প্রতি মাসে মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে। এই রকমই এক আর্থিক সহায়তা মূলক প্রকল্পের আওতায় দেওয়া ভাতার পরিমাণ বাড়ানোর কথা সরাসরি জানালেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার এক জনসভায় এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি।

তিনি জানিয়েছেন রাজ্য সরকারের বিশেষ এই প্রকল্পের আওতায় দেওয়া ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হবে। কিন্তু এখন প্রশ্ন হল রাজ্য সরকারের কোন প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? কারা এই বর্ধিত টাকা পাবেন ? কবে থেকে দেওয়া হবে? চিন্তা নেই এই সব প্রশ্নের উত্তর আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্যেই রয়েছে। আপনারা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ে এইসব প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে জেনে নিন। নিম্নে এই বিষয় গুলি নিয়ে আলোচনা করা হল।

কোন প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হল?
গত শুক্রবার অর্থাৎ ১৫ ই নভেম্বর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের ঝাড়গ্ৰামে এক বিরাট উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠিত হওয়া এক জনসভায় বক্তৃতা দেওয়া কালীন তিনি বলেছেন যে, আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে রাজ্য সরকার একাধিক প্রকল্পের সূচনা করেছে। ওইদিন সাঁওতাল বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে এক বিশাল বড় খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যে আদিবাসী উন্নয়ন খাতে বরাদ্দ টাকার পরিমাণ আগের তুলনায় অনেকগুন বাড়ানো হবে।

উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশে দুটি খুশির খবর ঘোষণা করেছেন। যার প্রথমটি হলো “জয় জোহার ” প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের মাসিক বেতনের পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হবে। যার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের আর্থিক স্বচ্ছলতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

দ্বিতীয় খুশির খবরটি হল আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য রাজ্য জুড়ে ৩১০ টি নতুন আবাসন তৈরির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে করে একদিকে যেমন আদিবাসী পড়ুয়াদের আবাসনের সমস্যা মিটবে তার সঙ্গে সঙ্গে তাদের শিক্ষা লাভের পরিবেশ ও অনুকূল হয়ে উঠবে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে আগামী সোমবার ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল এর বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজ মুখে আদিবাসী সম্প্রদায়ের উন্নতির স্বার্থে জয় জোহার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বাড়ানো ও নতুন আবাসন তৈরির চূড়ান্ত ঘোষণা করবেন।

ওই দিনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, যেদিন থেকে তিনি এ রাজ্যের শাসন ক্ষমতায় এসেছেন সেদিন থেকে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার কাছে গুরুত্ব পেয়েছে। এতদিন পর্যন্ত তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক উন্নয়নের জন্য তাদের হাতে ধামসা মাদল তুলে দিয়েছেন। এবারে তিনি তাদের শিক্ষার মান ও আর্থিক মান উন্নয়নের দিকে জোর দিয়েছেন।

শুধু তাই নয় শুক্রবারের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের ক্রিড়া ক্ষেত্রে পারদর্শিতার বিষয়েও প্রশংসা করেছেন। তিনি বলেছেন একথা গর্বের সহিত বলা যায় আগামী দিনে এই আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীরা অলিম্পিকে দেশের জন্য মেডেল নিয়ে আসবে। মুখ্যমন্ত্রীর এই সকল উদ্যোগ আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে জীবনে এগিয়ে যাওয়া ও লক্ষ্য পূরনের ক্ষেত্রে অনেকটাই মনের জোর জোগাবে বলে মনে করা হচ্ছে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment