পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে বড় কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি যার মূলে প্রধান কারণ রয়েছে ওবিসি মামলা। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চাইছে তাড়াতাড়ি এই ওবিসি মামলা নিষ্পত্তি করে রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে রয়েছে সেগুলো দ্রুত নিয়োগ সম্পন্ন করার। কিন্তু রাজ্য সরকার যতই চাঁদ এটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তাই রাজ্য সরকার চাইলেও এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঘুরপথে নতুন একটি অভিনব পন্থা অবলম্বন করেছেন যাতে এই ওবিসি মামলার দ্রুত নিষ্পত্তি ঘটে। রাজ্য সরকার চাইছেন নতুনভাবে এই ওবিসি মামলা সংক্রান্ত তথ্যগুলো পুনর বিবেচনা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে লড়বে। তাহলে এই ব্যাপারে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
প্রথমেই জেনে নেওয়া যাক কী এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা?
অফিসের সার্টিফিকেট বাতিল মামলাটি হল এমন একটি মামলা যেখানে রাজ্য সরকার বেশ কিছু সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়েছে কিন্তু কেন্দ্রের থেকে যেগুলো ছাড়পত্র দেওয়া হয়নি। তাই এই ওবিসি সংক্রান্ত মামলায় দুর্নীতির গন্ধ পেয়েছে কলকাতা হাইকোর্ট এবং এর পরিপ্রেক্ষিতেই ২০১০ সালের পরে জারি হওয়া বেশ কিছু সম্প্রদায়ের ভুক্ত ওবিসি সার্টিফিকেটধারীদের ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায় জারি হওয়ার পরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটধারী ব্যক্তিবর্গ ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হন। কারণ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো অবৈধ এবং কোনভবেই এই সার্টিফিকেট এর বৈধতা স্বীকার করা হবে না এবং এই সার্টিফিকেট দেখিয়ে আর কেউ চাকরি করতে পারবেন না।
তবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই রায় মানতে নারাজ ফলের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার কথা বলে। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায় কে বহাল রাখা হয়েছে এবং এই রায়ের উপর কোন স্থগিত পড়েনি। এর ফলে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পন্ন করতে পারছে না যার ফলে জুলে রয়েছে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াগুলো। এই মামলার ফাইনাল রায় না আসা পর্যন্ত রাজ্য সরকার আর কোন নিয়োগ সম্পন্ন করতে পারবেনা তাই রাজ্য সরকার চাইছে এই মামলা যত দ্রুত নিষ্পত্তি করা হবে ততই ভালো। এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি নিষ্পত্তি করার জন্য রাজ্য সরকার নতুন এক জরিপ পদ্ধতি অবলম্বন করেছেন। যে পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার চাইছে খুব দ্রুত এই মামলাটি নিষ্পত্তি করা হবে। তবে কি এই জরিপ পদ্ধতি চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাজ্য সরকারের নতুন জরিপ পদ্ধতি:
রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য চালু করেছেন এক জরিপ পদ্ধতি। এর মাধ্যমে রাজ্য সরকার গত ৮ মার্চ থেকে পর্যবেক্ষণ করা শুরু করেছেন। জানা গিয়েছে রাজ্য সরকার প্রত্যেকটি জেলা কর্মকর্তাদের দল গঠন করে এই পর্যবেক্ষণ চালানোর কথা বলেছেন। এই কমিটির কাজ হবে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে ভিজিট করে দেখতে হবে কোন সাব ক্যাটাগরি ওবিসি প্রাপ্য এবং কারা কারা ওবিসি সার্টিফিকেট অরিজিনাল সাব কাস্ট, সেগুলো বিবেচনা করে এই সংক্রান্ত মামলাটি যাতে দূরত্ব সমস্যার সমাধান করতে পারে সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যেই জানা গিয়েছে নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে এবং প্রতিটি মহাকুমার কর্মকর্তাদের যাতে তারা এই ওবিসি সাবকাস্ট সংক্রান্ত সঠিক তথ্য তালিকা প্রস্তুত করে রাজ্য সরকারকে দিতে পারে এবং রাজ্য সরকার যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে অনুমান করা হচ্ছে এই সংক্রান্ত পর্যবেক্ষণ গুলো সঠিক পরিচালনা করতে পারলে রাজ্য সরকার খুব দ্রুতই এই মামলাটি নিষ্পত্তি ঘটাতে পারবে।
তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ সংক্রান্ত মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামলায় জড়িত রয়েছে যার আসল গুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের। রাজ্য সরকার রাজ্যের বেকারদের কথা চিন্তাভাবনা না করে কিভাবে লক্ষ্মী ভান্ডারে মহিলারা টাকা পাবেন এবং কিভাবে লক্ষী ভান্ডারে টাকার পরিমাণ বাড়ানো হবে সে ব্যাপারে বিশেষ নজর দিচ্ছেন। এর ফলের রাজ্যের বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন ধরনের দুর্নীতি করার ফলে বিভিন্ন ধরনের মামলায় জড়িয়ে রয়েছেন এবং তিনি এই মামলার অজুহাত দিয়ে রাজ্যে বড় কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন না অথবা পারছেন না। তবে যাই হোক পরিশেষে বলাই বাহুল্য যে ওবিসি সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তিক ঘটলে রাজ্যে বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া গুলো দ্রুত সম্পন্ন হবে।
এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে আপনারা অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আমরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত খবর থেকে শুরু করে সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে দিয়ে থাকে।