পুজো উপলক্ষে দুইটি বাড়তি রেশন দ্রব্য বিনামূল্যে দিচ্ছে সরকার

বাংলার প্রতিটি রেশন উপভোক্তাকে পশ্চিমবঙ্গ সরকার পুজো উপলক্ষে একটি বিশেষ উপহার দিচ্ছে। করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সারা দেশের সকল রেশন কার্ড হোল্ডারকে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া শুরু করা হয়েছে এবং তা এখনও চলছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের প্রতিটি রেশন কার্ড হোল্ডার প্রতি মাসে নিয়ম করে চাল, গম ইত্যাদি রেশন দ্রব্য গুলি সম্পূর্ণ বিনামূল্যে পান। যা তাদের পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করতে অনেকটাই সাহায্য করে। তবে এ বছর পুজোর মরশুমে পশ্চিমবঙ্গের প্রতিটি রেশন উপভোক্তার জন্য এক বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, যে সকল রেশন উপভোক্তাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা চলতি বছরের অক্টোবর মাসে চাল ও গম বরাবর যেমন পান পাবেন তার সাথে আরও দুটি দ্রব্য পাবেন।

পুজোর সময় প্রতিটি বাঙালি পরিবারেই সংসার খরচের বাইরেও অনেক বাড়তি খরচ হয়ে যায়। তাই এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বাংলার প্রতিটি পরিবারেই অনেকটাই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সেইসব পরিবার যারা এই রেশন দ্রব্যের উপর নির্ভরশীল তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বিশেষ ভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

কাদেরকে এই সুবিধা দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এই সুবিধা সকল শ্রেণীর রেশন কার্ড হোল্ডারদের জন্য নয় কেবলমাত্র অন্তর্দয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড হোল্ডারদের জন্য চালু করা হয়েছে। মূলত আমাদের দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবার দেরকে অন্তর্দয় অন্ন যোজনার আওতায় আনা হয়েছে।

কোন দুটি বাড়তি দ্রব্য দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে পুজোর উপহার হিসেবে কেবলমাত্র অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY রেশন কার্ড হোল্ডারদের এই সুবিধা দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।এই সুবিধার মাধ্যমে অন্তর্দয় উপভোক্তারা চাল ও গম সহ আরও যে দুটি বাড়তি রেশন দ্রব্য পাবেন সেগুলি হল-

প্রতিটি অন্তর্দয় কার্ড হোল্ডার পরিবার প্রতিটি কার্ড পিছু ১ কেজি করে ময়দা ও ১ কেজি করে চিনি পাবেন। তবে এই বাড়তি দ্রব্য দুটি যে চাল ও গমের মতো বিনামূল্যে দেওয়া হবে এমনটা নয় ১ কেজি ময়দা ৩০ টাকা মূল্যে ও ১ কেজি চিনি ৩২ টাকা মূল্যে দেওয়া হবে।

কতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে?
এই বাড়তি রেশন দ্রব্য দুটি স্বল্প মূল্যে অন্তর্দয় অন্ন যোজনার উপভোক্তাদের পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে ৬ ই অক্টোবর থেকে ৬ ই নভেম্বর পর্যন্ত টানা একমাস দেওয়া হবে। ৬ ই নভেম্বরের পর থেকে আবার আগের মতোই সাধারণ নিয়মে রেশন দেওয়া হবে। তাই প্রতিটি অন্তর্দয় অন্ন যোজনা(AAY) এর উপভোক্তার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আর দেরি না করে দ্রুত আপনি যে রেশন দোকানের গ্ৰাহক সেখানে গিয়ে নিজের পরিবারের চাল গম জাতীয় রেশন দ্রব্যের সঙ্গে স্বল্প মূল্যে বাকি দুটি রেশন দ্রব্যও গ্ৰহন করুন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *