পোস্ট অফিসের এই স্কিমে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা- জানুন বিস্তারিত | Post Office New Scheme

By Sujit Roy

Updated on:

Post Ofice Savings Scheme : সুরক্ষিত বিনিয়োগের কথা উঠলেই মাথায় আসে ভারতীয় ডাকবিভাগের কথা। বর্তমান সময়ে এমন অনেক কোম্পানি রয়েছে যারা কম বিনিয়োগে বেশি রিটার্ন দেবার দাবি করছে। কিন্তু এগুলিতে বিনিয়োগ করা সুরক্ষিত নয়। সুরক্ষিত ভাবে বিনিয়োগ করতে হলে অবশ্যই যেতে হবে পোস্ট অফিসে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কীম নিয়ে। এই স্কীমের আওতায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি পেতে পারেন প্রায় ১৫ লক্ষ টাকা। কিভাবে পাবেন? কিভাবেই বা করবেন বিনিয়োগ? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে ৫ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে ১৫ লক্ষ টাকার রিটার্ন পেতে পারেন। প্রথমে আপনাকে ৫ লক্ষ টাকা আপনাকে পোস্ট অফিসের KVP স্কীমে ৯ বছর ৭ মাসের জন্য বিনিয়োগ করতে হবে। ৯ বছর ৭ মাস পর আপনি রিটার্ন পাবেন ১০ লক্ষ টাকা অর্থাৎ ডবল। এরপর এই ১০ লক্ষ টাকা আপনাকে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে NSC স্কীমে ৭.৭% সুদের হারে। ৫ বছর পর আপনি সুদ বাবত পাবেন ৪,৪৯,০৩৩ টাকা। আপনি মোট রিটার্ন পাবেন ১৪ লক্ষ ৪৯ হাজার ৩৩ টাকা অর্থাৎ প্রায় ১৫ লক্ষ টাকা।

কিভাবে বিনিয়োগ করবেন?

পোস্ট অফিসের KVP অথবা NSC স্কীমে বিনিয়োগ করার জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। পোস্ট অফিসে গিয়ে আপনাকে একটি একাউন্ট ওপেনিং ফর্ম ও একটি ডিপোজিট ফর্ম ফিলাপ করতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে দুজনের নামে। যে দুজনের নামে অ্যাকাউন্ট খোলা হবে তাদের আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স ও ২ কপি করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে। মনে রাখবেন পোস্ট অফিসের যেকোনো স্কীমে বিনিয়োগ করার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং চেক বুক থাকা আবশ্যিক। সুবিধার জন্য নিকটবর্তী পোস্টাল এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a comment