Maruti Suzuki Alto K10: নতুন লুক ও আরো কম দামে মধ্যবিত্তের প্রথম পছন্দ, পাবেন ২৫ হাজার টাকা ছাড়

By Target Chakri

Published on:

ভারতের মধ্যবিত্তদের সকলেরই স্বপ্ন থাকে পার্সোনাল চারচাকা গাড়ি কেনা। ভারতের মধ্যবিত্তদের জন্য বিশেষ করে স্বল্প বাজেটের গাড়ি বাজারে মারুতি সুজুকি অল্টো সিরিজের নাম সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এটি কম দামে উন্নত ফিচারসহ মধ্যবিত্তদের একমাত্র পছন্দ। সম্প্রতি আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে অল্টো K10 মডেলটি নতুন ডিজাইন এবং আরো অনেক কম দাম নিয়ে হাজির হয়েছে বাজারে। এই নতুন গাড়িটি বেশি পছন্দ হওয়ার কারণ হলো তার ফুয়েল এফিসিয়েন্সি, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং শহুরে ব্যবহারের উপযোগী কমপ্যাক্ট ডিজাইনের জন্য সকলের মন জয় করে নিয়েছেন।

ভারতের কম বাজেটের গাড়ি বাজারে মারুতি সুজুকি অল্টো K10 তার নতুন ফিচারস নিয়ে সাড়া ফেলেছে সমগ্র ভারতবর্ষে। সম্প্রতি লঞ্চ হওয়া এই মারুতি সুজুকি অল্টো K10 মডেলটি শহুরে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন করে রিডিজাইন করা এক্সটেরিয়র এবং আপগ্রেডেড বেশ কিছু নতুন নতুন ফিচার। নতুন করে গাড়িটির লুক চেঞ্জ করা যেখানে হেডল্যাম্প, গ্রিল এবং বাম্পার ডিজাইন গাড়িটিকে দিয়েছে নতুন একটি রূপ। এর পাশাপাশি এই গাড়িটির সঙ্গে ইন্টেরিয়রে নতুন টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করা হয়েছে এবং উন্নত সেফটি ফিচার যুক্ত করা হয়েছে যার মধ্যে ABS ও ডুয়াল এয়ারব্যাগ যোগ করে এই গাড়িটিকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে।

 

এর পাশাপাশি অভারঅল পারফরম্যান্সের দিক থেকে অল্টো K10 এ রয়েছে 998cc K-Series পেট্রোল ইঞ্জিন, যেটি 5500 rpm-এ 49kW পাওয়ার উৎপাদন করে। এর সঙ্গে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের পাশাপাশি এখন অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে, যা শহুরে ট্রাফিকের জন্য আদর্শ একটি ফিচারস। এর সঙ্গে এই গাড়িটির মাইলেজ আরো বাড়ানো হয়েছে যেখানে ARAI-অনুমোদিত 33.4 kmpl মাইলেজ এই গাড়িটিকে লং ড্রাইভের জন্য উপযোগী করে তুলেছে।

 

দামের দিক থেকে অল্টো K10 অন্যান্য গাড়ির তুলনায় 15-20% সাশ্রয়ী যেটি গ্রাহকদের আকর্ষণ করেছে। যেখানে এই গাড়িটির বেস মডেলের দাম শুরু হয়েছে শুধুমাত্র 3.15 লাখ টাকা থেকে, সেখানে টপ-অফ-দ্য-লাইন VXI+ অটোমেটিক ভ্যারিয়েন্টের দাম শুধুমাত্র 5.25 লাখ টাকা। বিশেষ লঞ্চ অফারে কিছু মডেলে ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত ছাড়ও দেওয়া হচ্ছে।

 

2025 সালের প্রথম কোয়ার্টারে সারা বাজার কাপিয়ে মোট 32,000 ইউনিট বিক্রি হয়ে অল্টো K10 সমগ্র ভারতবর্ষের বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। প্রথমবার ভারতে গাড়ি ক্রেতাদের কাছে এবং বিশেষ করে মধ্যবিত্ত ও ছোট পরিবারের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সব থেকে বেশি সুযোগ-সুবিধা হল এই গাড়িটিতে রক্ষণাবেক্ষণের জন্য বেশি খরচ নেই। সমগ্র দেশ জুড়ে এর প্রায় 3,000 এর বেশি মারুতি সার্ভিস সেন্টার রয়েছে যেখানে অন্যান্য গাড়ির তুলনায় কম রক্ষণাবেক্ষণ খরচ (প্রতি 10,000 কিমিতে মাত্র ₹2,500-3,000) যেটি এই গাড়িটিকে আরও আকর্ষণীয় ও বেশি বাজেট-ফ্রেন্ডলি করেছে।

 

নতুন করে এই গাড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শহরে ড্রাইভিংয়ের জন্য। নতুনভাবে ডিজাইন করা এই অল্টো K10-এর টাইট টার্নিং রেডিয়াস এবং হালকা স্টিয়ারিং শিলিগুড়ি থেকে শুরু করে ছোট বড় সমস্ত শহর এবং কলকাতা, মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলির জন্য গ্রাহকদের একমাত্র নিখুঁত পছন্দের গাড়ি তৈরি করেছে। এর পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে এই গাড়িটিতে বেশ কয়েকটি নতুন ট্রেন্ডি কালার অপশন এবং এর সঙ্গে আপনারা এই গাড়িটিকে নিজের ইচ্ছামতো পার্সোনালাইজেশন করার অপশনও যুক্ত করা হয়েছে ফলে মারুতি এই মডেলটিকে তরুণ ক্রেতাদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Leave a Comment