সর্বনাশ! আবারো বাড়লো রান্নার গ্যাসের দাম, মাথায় হাত সাধারণ পরিবারের-জানুন বিস্তারিত। Lpg Gas cylinder big update
মাসের শুরুতেই আবারো অনেকটাই বাড়লো LPG গ্যাসের দাম। আজ অর্থাৎ ১ লা নভেম্বর থেকে সারা ভারত জুড়ে LPG গ্যাসের দাম ৬২ টাকা করে বাড়লো। একাধারে যে কেন্দ্রীয় সরকার পিএম উজ্জ্বলা যোজনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস বিতরণ করছে সেই কেন্দ্রীয় সরকারই আবার সাধারণ মানুষের রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল। এ যেন যে রক্ষক সেই ভক্ষক। দিনে দিনে রান্নার গ্যাসের দাম অল্প অল্প করে বাড়তে বাড়তে বর্তমানে তা সাধারণ মানুষের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এর উপরে পুনরায় নতুন করে দীপাবলীর মরশুমে রান্নার গ্যাসের দাম বাড়াতে মাথায় হাত সাধারণ মানুষের।
নভেম্বর মাস শুরু হতে না হতেই ফের কিছুটা বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। ভারত সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল যে আজ অর্থাৎ ১ লা নভেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাসের দাম ৬২ টাকা করে বাড়বে। একেই তো কিছুদিন আগেই দুর্গাপূজা শেষ হয়েছে, তার জন্য বেশ কিছুটা অতিরিক্ত খরচ হয়েছে সকলেরই। তার মধ্যে দীপাবলীর উৎসবের দরুন ও কিছুটা অতিরিক্ত খরচ হচ্ছে। এর উপরে আবার এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে গভীর ভাবে চিন্তিত করে তুলেছে।
দৈনিক সংবাদ পত্রের মাধ্যমে জানা গিয়েছে ব্যাবসার কাজে ব্যাবহৃত ১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম আজ থেকে ৬২ টাকা করে বাড়ানো হয়েছে। যার ফলে এখন থেকে কলকাতা সহ সমগ্ৰ পশ্চিমবঙ্গে ১৯ কেজির রান্নার গ্যাস ১৯১১ টাকা ৫০ পয়সা মূল্যে বিক্রি হবে। তবে গৃহস্থের রান্নার কাজে ব্যাবহৃত LPG গ্যাস সিলিন্ডারের দাম কাল পর্যন্ত যা ছিল এখনও তাই রয়েছে।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসে ৩৯ টাকা এবং অক্টোবর মাসে ৪৮ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম। শুধু তাই নয় ৫ কেজির ফ্রি ট্রেড LPG গ্যাসের দাম ১২ টাকা এবং ৪৭.৫ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১২০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
দু দিন ছাড়া ছাড়াই এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার কারনে সবচাইতে বেশি সমস্যার শিকার হচ্ছেন ছোটো ও মাঝারি ব্যাবসায়ীরা। উৎসবের মরশুমে খাবারের স্টল গুলিতে খাবারের চাহিদা এমনিতেই বাকি ফাঁকা সময়ের তুলনায় অনেকটাই বেশি থাকে। তাই এই সময় এই হারে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি চরম সমস্যার মধ্যে ফেলেছে এইসব ছোট ও মাঝারি খাদ্য ব্যাবসায়ীদের। গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে কলকাতার একজন হোটেল ব্যাবসায়ী বলেছেন যদি এভাবে দু দিন বাদে বাদেই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে থাকে তাহলে তাদের পক্ষে সব কিছু সামলানো অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে ব্যালেন্স করতে তাদেরকে বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে হবে। যার ফলে সাধারণ মানুষের পক্ষে তা কেনা অসুবিধা জনক হয়ে দাঁড়াবে।
তবে একথাও ঠিক এতসব সত্ত্বেও ছোট ও মাঝারি খাদ্য ব্যাবসায়ীরা এখনও পর্যন্ত ভেঙে না পড়ে সরকারের উপর আশা রেখেছে। তারা এখন কবে আবার LPG কমার্শিয়াল গ্যাসের দাম কমবে তার আশায় অধীর অপেক্ষায় রয়েছেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE