মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০, সকলের জন্যই তিনি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে হাজির হয়েছেন একাধিকবার। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, ইত্যাদি। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে এই প্রকল্পের খ্যাতি।
আজকের প্রতিবেদনের মূল আলোচনার বিষয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প নিয়ে সামনে এসেছে একটি বড়ো সুখবর। মূলত এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল রাজ্যের মা বোনেদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। প্রথমে এই প্রকল্পের আওতায় রাজ্যের মা বোনেদের মাসিক ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হত। বর্তমানে সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ১০০০ এবং ১২০০। কানাঘুষো শোনা যাচ্ছে যে ফের বাড়তে চলেছে এই প্রকল্পের টাকা।
আগামী ডিসেম্বর মাসে শুরু হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের কাজ। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের জন্য ৬০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলার ২ কোটির অধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, “বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র এখনও পড়ে আছে। সেগুলি পুজোর পর পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই”।
মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন যে, “লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে ৪০ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে”। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
Join Telegram Channel : CLICK HERE